ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আয়ারল্যান্ডে নৃশংস অভিজ্ঞতার শিকার হয়েছেন এক ভারতীয় নাগরিক(Ireland)। ৪০ বছর বয়সি ওই ব্যক্তিকে এক দল অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিলে বেধড়ক মারধর করেছেন ডাবলিনের তাল্লাত এলাকায়। মুখে, হাতে-পায়ে আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, হামলাকারীরা তাঁর প্যান্ট খুলে নেয় বলেও অভিযোগ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই আবহে প্রত্যক্ষদর্শীর বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
প্রত্যক্ষদর্শীর ভয়াবহ বয়ান (Ireland)
ফেসবুকে এক ভিডিও বার্তায় ওই মহিলা প্রত্যক্ষদর্শী বলেন, ‘বর্ণবিদ্বেষী গোষ্ঠী’র হাতে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি(Ireland)। তাঁর ব্যাঙ্কের কার্ড, ফোন, জুতো এবং প্যান্ট ছিনতাই করা হয়েছে। আগেও এই গোষ্ঠীর হেনস্থার শিকার হয়েছেন কমপক্ষে ৪ জন ভারতীয়।’ ওই মহিলা বলেন, ‘আমি আমার শাশুড়ির কাছে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখি ১৩ জন কিশোর, যার মধ্যে একজন মহিলাও ছিল, লোকটিকে ঘিরে ধরেছে। আমি দেখলাম লোকটি মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ রক্তে ভেসে যাচ্ছে।’ঘটনার বর্ণনা দিতে দিতে আবেগপ্রবণ হয়ে পড়েন ওই মহিলা। তিনি বলেন, ‘তার প্যান্ট টেনে নামানো হয়েছিল। তাকে বেত্রাঘাত করা হয়েছিল। ওই জানোয়ার গুলির জুতোয় থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে ওই ব্যক্তির মাথা থেকে রক্ত পড়ছিল। আর এই আক্রমণটি ঘটেছিল সন্ধ্যা ৬টায়।’

এক সপ্তাহ আগে আয়ারল্যান্ডে ভারতীয় (Ireland)
ওই মহিলা আরও জানিয়েছেন, দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে দিয়ে চলে যায়(Ireland)। তিনি ওই ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে যান। একটি চাদর দিয়ে অর্ধনগ্ন ব্যক্তিটিকে মুড়ে দেন। এবং জল দিয়ে সাহায্য করেন। এরপর কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। তিনি জানান, ভারতীয় ব্যক্তি খুব লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলেন। সাহায্য করার জন্য তাঁকে বারবার ধন্যবাদও জানিয়েছেন। ওই মহিলা বলেন, ভারতীয় ব্যক্তি জানান অ্যামাজনে তিনি চাকরি পেয়েছেন। আর সেই সূত্রে এক সপ্তাহ আগেই তিনি আয়ারল্যান্ডে এসেছেন। বাড়িতে তাঁর স্ত্রী এবং ১১ মাসের এক সন্তান রয়েছে।
আরও পড়ুন-Kamal Haasan: ‘আমি সব প্রত্যাশা পূরণ…,’ সংসদীয় রাজনীতিতে পদার্পন কমল হাসনের
ফৌজদারি তদন্ত (Ireland)
এদিকে পুলিশ জানিয়েছে, একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে(Ireland)। যদিও এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়নি। দ্য আইরিশ টাইমসের মতে, ওই ব্যক্তিকে আক্রমণকারীরা শিশুদের আশেপাশে অনুপযুক্ত আচরণ করার মিথ্যা অভিযোগে মারধর করেছিলেন। তবে পুলিশ জানিয়েছে, এই দাবিগুলির সমর্থনে কোনও প্রমাণ নেই।

মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ভারতীয় (Ireland)
অন্যদিকে, তাল্লাত দক্ষিণের স্থানীয় ফাইন গেল কাউন্সিলর বেবি পেরেপ্পাদান হাসপাতালে ওই ব্যক্তির সঙ্গে দেখা করে জানান যে তিনি এতটাই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত যে কথা বলতে পারছেন না(Ireland)। তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগে ওই ব্যক্তি আয়ারল্যান্ডে এসেছেন। এই মুহূর্তে তিনি কারও সঙ্গে দেখা করতে চাইছেন না।’ তিনি আরও বলেন, ‘জনগণের বুঝতে হবে যে আয়ারল্যান্ডে আসা অনেক ভারতীয় কর্মী ওয়ার্ক পারমিটে এখানে আছেন, স্বাস্থ্যসেবা খাতে বা তথ্যপ্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে পড়াশোনা এবং কাজ করার জন্য, গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের জন্য।’
