ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবৈধ ভাবে জর্ডন সীমান্ত অতিক্রম করে ইজ়রায়েলে (Indian Labour In Israel) অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় শ্রমিক। জানা গেছে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন ভারতীয় শ্রমিক। নিহত শ্রমিকের নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা। তাঁর বয়স ৪৭। তাঁর এক সঙ্গী গুলিবিদ্ধ হন বলেও জানা গিয়েছে। সম্প্রতি আম্মানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই শ্রমিকের পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। জানা যাচ্ছে গত ১০ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে জর্ডন সীমান্ত এলাকায়।
থমাসের পরিবারের কাছে চিঠি (Indian Labour In Israel)
থমাস ও এডিসন দু’জনেই কেরালার থুম্বা এলাকার বাসিন্দা (Indian Labour In Israel)। থমাসের দেহ ও জিনিসপত্র ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় দূতাবাস থেকে থমাসের পরিবারের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, জর্ডনের কারকাক জেলা এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ইজ়রায়েলে যাওয়ার চেষ্টা করছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁদের থামানোর চেষ্টা করলেও সেই নির্দেশে কান দেননি তাঁরা। তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হলে থমাসের মাথায় গুলি লাগে। সেখানেই তিনি নিহত হন। থমাসের মৃতদেহ এবং ব্যক্তিগত জিনিসপত্র ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
অবৈধভাবে ইজরায়েলে প্রবেশের চেষ্টা (Indian Labour In Israel)
মৃত ওই যুবক থমাস গেব্রিয়েল পেরেরা পেশায় মৎস্যজীবী ও রিকশাচালক (Indian Labour In Israel)। তিন বন্ধু মিলে পর্যটক ভিসা নিয়ে জর্ডন বেড়াতে গিয়েছিলেন। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ কাজের খোঁজে জর্ডনে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে আরও তিন জন ছিলেন। সেখানে যাওয়ার ৫ দিন পর, থমাস ও তাঁর এক বন্ধু এডিশন অবৈধভাবে ইজরায়েলে প্রবেশের চেষ্টা করলে পুলিশের গুলিতে মৃত্যু হয় থমাসের। পাশাপাশি আহত হয়ে দিনদুয়েক আগে কেরল ফিরেছেন থমাসের বন্ধু এডিশন। এরই মাঝে আহত অবস্থায় বাড়ি ফেরেন থমাসের সঙ্গী এডিশন। সেই জানায় থামাসের মৃত্যুর কথা।
ভারতে ফিরিয়ে আনা হবে
থমাসের মাথায় গুলি লাগায় সেখানেই মৃত্যু হয় তাঁর। থমাসের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে দূতাবাসের তরফে হাসপাতালে যাওয়া হবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে ভারতে ফিরিয়ে আনা হবে। থমাসের পরিবারের কাছে তাঁর পরিচয়পত্রও চেয়ে পাঠানো হয়েছে। পরিবারের তরফে জানা গিয়েছে, জর্ডন যাওয়ার পর গত কয়েকদিন ধরে থমাসের কোনও খোঁজ পাওয়া যায়নি। এই অবস্থায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল পরিবার। তার কিছুদিন পরেই ওই দিনই বিদেশমন্ত্রকের তরফে থমাসের পরিবারের কাছে চিঠি আসে।