ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও মাঝ আকাশে বড় বিপদের মুখে বিমান। ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনও মতে রেহাই পেল দিল্লি থেকে ইম্ফলগামী ইন্ডিগোর বিমান(IndiGo Flight)। ওড়ার কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে ফের ফিরে এসে জরুরি অবতরণ করে বিমানটি। বুধবারই ইন্ডিগোর দিল্লি থেকে গোয়াগামী বিমানকে মাঝ আকাশ থেকে ফেরানো হয়। ফলে একই দিনে পর পর বিমান বিভ্রাটে আতঙ্কিত যাত্রীরা।
আকাশে বিমানের গতিমুখ পরিবর্তন (IndiGo Flight)
ইন্ডিগো-র একজন মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার দিল্লি থেকে ইম্ফলগামী ফ্লাইট ৬ই ৫১১৮ উত্তর-পূর্বের দিকে রওনা দিতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে(IndiGo Flight)। এরপরেই কোনও রকম ঝুঁকি না নিয়ে পাইলটরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি ফের গতিমুখ পরিবর্তন করে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।’ সংস্থার তরফে জানানো হয়েছে, নিরাপদে বিমানটি দিল্লিতে ফিরে আসে।এরপরেই বিমানটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা করা হয়। বিমানটির কোথায় যান্ত্রিক ত্রুটি হয়েছে, সে বিষয়ে সমস্ত ধরনের পরীক্ষা করা হয়।কিছুক্ষণ পরেই বিমানটি আবার যাত্রা শুরু করে।যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে খেয়াল রেখেছে বল জানিয়েছে ইন্ডিগো।

বড় দুর্ঘটনা থেকে রক্ষা (IndiGo Flight)
তবে বিমান সংস্থার তরফে স্পষ্ট করে জানানো হয়নি, ওই উড়ানে কতজন যাত্রী ছিল বা কী ধরণের সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হল(IndiGo Flight) ।তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেই মনে করছে বিমান সংস্থা।এর আগে ইন্ডিগোর দিল্লি-গোয়া বিমানকে মাঝ আকাশ থেকে ফেরানো হয়। মুম্বইতে নামানো হয় গোয়াগামী বিমানটিকে। মাঝ আকাশ থেকেই ইন্ডিগোর গোয়াগামী বিমানটিকে সোজা মুম্বইতে নিয়ে গিয়ে নামানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার ইন্ডিগোর দিল্লি-ইম্ফল বিমানকেও ফেরানো হল মাঝ আকাশ থেকে।
আরও পড়ুন-US media: আহমেদাবাদ বিপর্যয়ের নেপথ্যে দুই পাইলট! মার্কিন মিডিয়াকে কড়া বার্তা এফআইপি-র
‘ফুল এমারজেন্সি’ ঘোষণা (IndiGo Flight)
সূত্রে খবর, বুধবার রাত ৯টা ২৫ মিনিটে দিল্লি থেকে গোয়াগামী বিমানটি যখন মহারাষ্ট্রের আকাশপথ ছুঁয়েছিল সেই সময়েই পাইলট ককপিট থেকে ‘ফুল এমারজেন্সি’ ঘোষণা করেন (IndiGo Flight)। তার ১৭ মিনিট পর, রাত ৯টা ৪২-এ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামিয়ে আনা হয় বিমানটিকে।ইন্ডিগোর তরফে জানানো হয়, ৬ই ৬২৭১ নম্বর বিমানটি দিল্লি থেকে গোয়ার মানোহর আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সেই সময়ই একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর সব প্রোটোকল মেনেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি মুম্বইয়ে ঘুরিয়ে আনা হয়।ঘটনার পর, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অন্য একটি বিমান পাঠানো হয়। আর ইঞ্জিন বিকল হওয়া বিমানটিকে মেরামতের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-New Ceasefire Announced: ইজরায়েলি হামলার মধ্যেই নতুন যুদ্ধবিরতি ঘোষণা! শান্ত হবে কী সিরিয়া?
বিমান বিভ্রাট (IndiGo Flight)
সম্প্রতি বিমানের জরুরি অবতরণের ঘটনা বেশ কয়েকবার সামনে এসেছে(IndiGo Flight) ৷ গত মাসে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার রেশ এখনও কাটেনি ৷ যা প্রাণ কেড়েছে ২৭০ জনের বেশি মানুষের ৷
