Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অতি চেনা রহস্যময় প্রশ্ন হল, মৃত্যুর পর কোথায় যায় মানুষ (Indonesia)? বিষয়টি মীমাংসাহীন বলেই হয়ত এ-গ্রহে যত সম্প্রদায়, যত ধর্মবোধ, যত রকম সংস্কতি ছিল ও আছে, মৃত্যুর পরে কোথায় যায় মানুষ, আত্মা আছে কি নেই, তা নিয়ে তত রকম উত্তর মেলে। ইন্দোনেশিয়ার (Indonesia) তোরাজা সম্প্রদায়েরও একটি নিজস্ব উত্তর রয়েছে। কী সেই উত্তর?

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে অবস্থিত তানা তোরাজা অঞ্চলের তোরাজান সম্প্রদায় বিশ্বে বিরল “মানিন” নামক একটি প্রাচীন রীতি পালন করে থাকে। এই ঐতিহ্যমণ্ডিত প্রথায়, প্রতি তিন বছর অন্তর মৃত প্রিয়জনদের কবর থেকে তুলে এনে কফিন ও দেহ মেরামত, পরিহিত করা এবং ঘুরিয়ে আনবেও শোভনভাবে পালন করা হয়।

সাংস্কৃতিক প্রেক্ষাপট! (Indonesia)
- মানিন — শুদ্ধতা বা পরিচর্যার রীতি।
- পালন করে: তানা তোরাজা অঞ্চলের তোরাজান উপজাতিরা।
- মৃত ব্যক্তির দেহ ও কফিন মাটির নিচ থেকে তুলে আনা হয়।
- পুরনো, মলিন জামাকাপড় খুলে নতুন পোশাকে সজ্জা করা হয়।
- পাশাপাশি কফিন পরিষ্কার, মেরামত ও নতুন সাজে মোড়ানো হয়।
- পরবর্তীতে প্রিয়জনের দেহকে পরিবারের জন্য ঘরে ফেরানো হয়, প্রায় এক ধরণের ঐতিহ্যবাহী আনন্দ ও স্মরণ মিশ্রিত অনুষ্ঠান।
- “মৃত্যু জীবন শেষ নয়, বরং এটি আধ্যাত্মিক পর্যায়ে প্রবেশ” — আত্মা এখনও পরিবারের পাশে থাকে বলে বিশ্বাস করা হয়। তাই তাদের দেখভাল ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই রীতি পালন করা হয়।
- দেহের অবস্থান ও পরিস্থিতি জানতে এবং আত্মাকে আনন্দ দিতে এই ট্রাডিশন যজন্যে অনুষ্ঠিত হয়।
- ১৯৭৯ সালের পর ডাচ মিশনারিরা তানা তোরাজা অঞ্চলে সভ্যতার আলো পৌঁছে দিয়েছিলেন। তার পরেও এই ‘মানিন’ রীতি যুগের পর যুগ ধরে অপরিবর্তিতভাবে চালু আছে।

আরও পড়ুন: Afghanistan Earthquake: আবারও ভয়াল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান!
কি এই “মানিন” রীতি! (Indonesia)
ইন্দোনেশিয়ার তোরাজা সম্প্রদায়ের “মানিন” রীতি প্রচলিত। মৃতপ্রিয়জনদের প্রতি গভীর শ্রদ্ধা ও সংযোগের প্রতীক, যেখানে প্রতি তিন বছর পর পর কবর থেকে দেহ তুলে এনে, নতুন পোশাকে সাজিয়ে, পরিবারের সকলের সম্মেলনে তাদের স্মরণ করা হয়। মৃত্যুর পরে কোথায় যায় মানুষ, আত্মা আছে কি নেই, তা নিয়ে তত রকম উত্তর মেলে। ইন্দোনেশিয়ার (Indonesia) তোরাজা সম্প্রদায়েরও একটি নিজস্ব উত্তর রয়েছে।