ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Industrialist Krishna Kalyani Not Invited To BGBS)। সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। কিন্তু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ পেলেন না উত্তর দিনাজপুর জেলার শিল্পপতিরা। এমনকি আমন্ত্রণ পাননি উত্তরবঙ্গের অন্যতম বড় শিল্পপতি তথা বিধায়ক কৃষ্ণ কল্যানীও। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন শিল্পপতি কৃষ্ণ কল্যাণী (Industrialist Krishna Kalyani Not Invited To BGBS)।
শুরু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Industrialist Krishna Kalyani Not Invited To BGBS)
বুধবার কলকাতায় শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার দুপুরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে অংশ নিয়েছেন ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি। আছেন ৫ হাজার বিশিষ্ট শিল্পপতি এবং শিল্প বিশেষজ্ঞরা। ২০টি দেশের রাষ্ট্রদূতও যোগ দিয়েছেন শিল্প সম্মেলনে। কিন্তু এবছরের বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণই পেলেন না বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী (Industrialist Krishna Kalyani Not Invited To BGBS)।
এবার বঞ্চিত উত্তর দিনাজপুর (Industrialist Krishna Kalyani Not Invited To BGBS)
উত্তর দিনাজপুর জেলায় একাধিক মাঝারি শিল্প ও বাণিজ্যের সঙ্গে যুক্ত শিল্পপতি কৃষ্ণ কল্যানী (Industrialist Krishna Kalyani)। তার এই শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বহু বেকার যুবক যুবতিদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সরকারকে বিরাট অঙ্কের রাজস্বও দিয়ে থাকেন কৃষ্ণ কল্যাণী। উত্তর দিনাজপুরে তিনিই সবচেয়ে বেশি রাজস্ব দেন। বিগত দিনে বিভিন্ন বাণিজ্য সম্মেলনে ন্যাশনাল আওয়ার্ডও পেয়েছেন শিল্পপতি ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী (Industrialist Krishna Kalyani Not Invited To BGBS)।
আমন্ত্রণ পাননি শিল্পপতি কৃষ্ণ কল্যাণী (Industrialist Krishna Kalyani Not Invited To BGBS)
এমনই একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ব্যবসায়ী যে বেঙ্গল সামিটে (Bengal Summit) ডাক পাবেন তা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের কোনও আমন্ত্রণপত্রই পাননি এহেন এক শিল্পপতি। ক্ষুব্ধ কৃষ্ণ কল্যানী। শুধু তিনি নন, উত্তর দিনাজপুরের জন্য ইস্যু হয়নি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের কোনও আমন্ত্রণপত্র। বিস্মিত কৃষ্ণ কল্যাণী ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
“উত্তর দিনাজপুরের জন্য এটি সত্যিই একটি বড় ধাক্কা”
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “উত্তর দিনাজপুরের জন্য এটি সত্যিই একটি বড় ধাক্কা যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫-এর জন্য একটি আমন্ত্রণপত্রও ইস্যু করা হয়নি”। পাশাপাশি হতাশ উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহলও।
আরও পড়ুন: Weather Update: বিদায়বেলায় ফের চরিত্র বদল আবহাওয়ার, নতুন করে পারদ পতনের ইঙ্গিত
কেন বঞ্চিত উত্তর দিনাজপুর?
গতবছর মুখ্যমন্ত্রীর ডাকা বেঙ্গল সামিটে ডাক পেয়েছিলেন কৃষ্ণ কল্যানী (Krishna Kalyani)। কিন্তু এবছর না। কেন? বাণিজ্য সন্মেলনে কেন ডাক পেলেন না উত্তর দিনাজপুর জেলার শিল্পপতি ব্যবসায়ীরা? উঠছে প্রশ্ন। উত্তরবঙ্গের অন্যতম বড় শিল্পপতি ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী বেঙ্গল সামিটে আমন্ত্রণ না পাওয়ায় শুধু উত্তরবঙ্গেই নয়, বিতর্ক শুরু হয়েছে কলকাতাতেও।