ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম (Instagram)। এনগেজমেন্ট বাড়াতে বড়সড় পদক্ষেপ। ইনস্টাগ্রামে পোস্ট করার নিয়মের ক্ষেত্রে আসছে বদল। এবার ‘লকড’ পোস্ট ফিচার আনছে সংস্থা। যা খুলতে ব্যবহার করতে হবে সিক্রেট কোড। এবার থেকে পোস্ট দেখা যাবে না সোজাসুজি—দেখতে হলে দিতে হবে সিক্রেট কোড! ইনস্টাগ্রাম আনছে নতুন ফিচার ‘লকড পোস্ট’। মূলত সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর করে তুলতে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম।
পোস্ট করতে পারবেন লক করে (Instagram)
জানা যাচ্ছে, নয়া এই ফিচারে চাইলেই আপনি কোন কিছু পোস্ট করতে পারবেন লক করে (Instagram)। অর্থাৎ সেটি আপনার বন্ধুদের ওয়ালে যাবে। কিন্তু তারা দেখতে পাবেন না যে কী পোস্ট করেছেন আপনি। উপরে লেখা থাকবে, ‘আনলক দিস রিল’। নিচে লেখা থাকবে, ‘এন্টার সিক্রেট কোড।’ ওই কোড দিলে তবেই দেখা যাবে লক করা ওই পোস্ট। এতে পোস্টের এনগেজমেন্ট বাড়বে বলেই মনে করছে সংস্থা। নতুন এই ফিচারে ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্ট বন্ধুবান্ধবদের কাছে পাঠাতে পারবেন লক করে। কিন্তু বন্ধুরা সেটি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন না। অর্থাৎ, যার কাছে সিক্রেট কোড থাকবে, কেবল সেই-ই খুলে দেখতে পারবে পোস্টের কনটেন্ট।
কমেন্টেও থাকবে ডিসলাইক অপশন (Instagram)
ব্যবহারকারীদের সুবিধার্থে মাঝে মধ্যেই দারুণ ফিচার নিয়ে হাজির হয় সংস্থা (Instagram)। সম্প্রতি ডিসলাইক অপশন নিয়ে আসার কথা জানানো হয়েছে সংস্থার তরফে। জানা গিয়েছিল, শুধু পোস্ট নয়, কমেন্টেও থাকবে ডিসলাইক অপশন। প্রসঙ্গত, উল্লেখ্য, ২০২১ সালে ডিসলাইক বাটন এনেছিল ইউটিউব। সেখানে দেখা যেত কত সংখ্যক মানুষ সেই ভিডিও অপছন্দ করেছেন। তবে বর্তমানে ওই অপশনটি দেখা যায় না। সম্প্রতি ইনস্টাগ্রাম জানিয়েছে, তারা পোস্ট ও কমেন্টে ডিসলাইক বাটন আনছে, যেটি আগে ইউটিউবে চালু হয়েছিল ২০২১ সালে।
এনগেজমেন্ট অনেক গুণে বৃদ্ধি পাবে
সব মিলিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এ বছরটি বেশ চমকপ্রদ হতে চলেছে। সংস্থার দাবি, এই নতুন ফিচার পোস্টে কৌতূহল বাড়াবে এবং এনগেজমেন্ট অনেক গুণে বৃদ্ধি পাবে। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি, ব্যবহারকারীরা কীভাবে এই সিক্রেট কোড পাবেন বা সেটি তৈরি হবে কীভাবে। এই ফিচারটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছে। অনেকেই বলছেন, এটি ইনস্টাগ্রামের দুনিয়ায় এক অভিনব সংযোজন।