ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের রাষ্ট্রভাষা কী? স্পেনে গিয়ে এমনই প্রশ্নের মুখে পড়েন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা(Kanimozhi)। তবে সবাইকে চমকে দিয়ে ডি এমকে সাংসদ কানিমোঝি উত্তর দেন, ‘ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্রের মধ্যে ঐক্য।’ আর সাংসদের জবাব শুনে তারিফ করছেন স্পেনের কর্তাব্যক্তিরাও।সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং পাকিস্তানের মদতের বিষয়টি গোটা বিশ্বের সামনে উন্মোচিত করতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।আর সেই লক্ষ্যে রাশিয়া থেকে আরব, কুয়েত থেকে জাপান, একের পর এক দেশে গিয়ে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা তুলে ধরছেন সর্বদলীয় সংসদীয় দলের প্রতিনিধিরা।
কানিমোঝির প্রশংসা (Kanimozhi)
রাশিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া এবং গ্রিসের পর ডিএমকে-এর কানিমোঝির নেতৃত্বে সংসদীয় দলের প্রতিনিধিরা পৌঁছয় স্পেনে(Kanimozhi)। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতার সময়ই ওঠে ভারতের রাষ্ট্রভাষা প্রসঙ্গ। এই মুহূর্তে দেশে ভাষা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিশেষ করে নতুন জাতীয় শিক্ষানীতির তিন ভাষা নিয়ে তামিলনাড়ুর ডিএমকে সরকারের সঙ্গে তীব্র বিরোধ চলছে কেন্দ্রীয় সরকারের। এই আবহে এক প্রবাসী ভারতীয় সপাট প্রশ্ন ছুঁড়ে দেন কানিমোঝির দিকে।তবে তাতে বিন্দুমাত্র বিচলিত হননি তিনি। বরং হাসি মুখে কানিমোঝি জবাব দেন, ‘ভারতের রাষ্ট্রভাষা হল ইউনিটি ইন ডাইভার্সিট, বৈচিত্রের মধ্যে ঐক্য। এটাই এই প্রতিনিধি দলের বার্তা। আজকের দিনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এরপরেই হাততালিতে ফেটে পড়ে চারিদিক।

সন্ত্রাসবাদ অপ্রয়োজনীয় (Kanimozhi)
সন্ত্রাসবাদ প্রসঙ্গে কানিমোঝি বলেন, ‘আমাদের অনেক কিছু করার আছে, আমরা করতে চাইও(Kanimozhi)। কিন্তু দুর্ভাগ্য এই যে, সন্ত্রাসবাদ, যুদ্ধের মতো অপ্রয়োজনীয় জিনিসকেও আমাদের লড়তে হচ্ছে।’ তাঁর কথায়, ‘তবে ভারত নিরাপদ। ওরা যাই করুক না কেন, আমাদের পথচলা থামাতে পারবে না। কাশ্মীরও নিরাপদে থাকবে।’ কানিমোঝি বলেছেন, ‘আমরা স্পেনের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, সিনেটের সঙ্গে দেখা করেছি, স্পেন ইন্ডিয়া কাউন্সিলের সঙ্গেও আমাদের একটি বৈঠক হয়েছে, এটি একটি অত্যন্ত ইতিবাচক দিন ছিল। এখানকার মানুষ ভারতে কী ঘটেছে তা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা বিদেশমন্ত্রীর কাছ থেকে খুব ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি, যিনি ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করছেন। ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং এর অবসান ঘটাতে চায় তখন তিনি আমাদের সমর্থনের আশ্বাস দিয়েছেন।’
আরও পড়ুন- PM Modi: ভারতে ফিরলেই সংসদীয় দলগুলির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
কানিমোঝির নেতৃত্ব (Kanimozhi)
ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ৫টি দেশে সফর করেছে(Kanimozhi)। স্পেন ছিল তাঁদের শেষ গন্তব্য। এবার তাঁরা ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিনিধি দলে কানিমোঝি ছাড়াও রয়েছেন সমাজবাদী পার্টির রাজীবকুমার রাই, বিজেপির ব্রিজেশ চৌটা, আপের আশোক মিত্তল, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা এবং প্রাক্তন কূটনীতিক মঞ্জীব সিং পুরি।
আরও পড়ুন- Sudarshan Chakra: আগামী বছরই ভারতে হাতে আরও ৫ সুদর্শন চক্র
ভাষাযুদ্ধ (Kanimozhi)
ভাষাযুদ্ধে মুখোমুখি কেন্দ্র ও তামিলনাড়ু সরকার(Kanimozhi)। এই ইস্যুতে জোর করে হিন্দি চাপানোর অভিযোগ তুলে সরব হয়েছেন দক্ষিণী রাজ্যটির মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। অন্যদিকে, ‘অবাধ্য’ তামিলভূমিকে সাজা দিতে শিক্ষাবিস্তারে আর্থিক অনুদান বন্ধ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী প্রশাসন। ঘটনার জেরে দক্ষিণী রাজ্যটিতে নতুন করে হাওয়া পাচ্ছে হিন্দি-বিরোধিতা, যা মনে করিয়েছে ৬০-র দশকের গণ আন্দোলনকে।
