Last Updated on August 28, 2025 by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইফোন ১৭ সিরিজের মধ্যে লঞ্চ হতে চলেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একদম নতুন আইফোন ১৭ এয়ার মডেল (iPhone 17 Series)।
iPhone 17 Series Launch (iPhone 17 Series)
ভারতের বাজারে আইফোনের চাহিদা যথেষ্ট। সেই মতো সবাই অপেক্ষা করে থাকে কবে তারা নতুন ফোন বাজারে আনবে। প্রতিবারই তাদের ফোন থাকে কিছু চমক। আধুনিক ফিচার সহ আইফোন প্রতি বছর সেপ্টেম্বরে নিয়ে আসে তাদের নতুন ফোন। সেই মতো তারা আগামী সেপ্টেম্বর মাসে আইফোন সিরিজ লঞ্চ করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। এবার আসছে আইফোন ১৭ সিরিজ (iPhone 17 Series)।
এই সিরিজের মধ্যে লঞ্চ হতে চলেছে চারটি মডেল। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একদম নতুন আইফোন ১৭ এয়ার মডেল লঞ্চ হতে হবে আগামী মাসে। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট আয়োজিত হতে চলেছে। ভারতে ১৯ সেপ্টেম্বর থেকে আইফোন ১৭ র বিক্রি শুরু হবে। এই ফোন প্রি অর্ডার করা যাবে ১২ সেপ্টেম্বর থেকে (iPhone 17 Series)।
আগের পাওয়া তথ্য অনুযায়ী আইফোন ১৭ এয়ার হতে চলেছে আইফোন সিরিজের সবথেকে পাতলা ফোন। আইফোন ১৭ সিরিজের প্রো মডেলগুলিতে আগের সিরিজের তুলনায় ক্যামেরা আরও উন্নত হবে বলেই জানা যাচ্ছে। এর সঙ্গে থাকবে দ্রুত গতিতে কাজ করার এ১৯ বায়োনিক চিপ। ইউজাররদের জন্য থাকছে iOS 26-এর সাপোর্ট এবং নেক্সট জেনারেশন AI ফিচারের সাপোর্ট।
যাঁরা স্লিম বা পাতলা ফোন ব্যবহার করতে পছন্দ করেন, তাঁদের জন্য আইফোন ১৭ সিরিজে রয়েছে আইফোন ১৭ এয়ার মডেল। হালকা ওজনের, স্লিম ডিজাইনের এই ফোন হতে চলেছে এইবারের সবথেকে বড় চমক। এই আইফোন সিরিজের সবচেয়ে দামী মডেল হতে চলেছে আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোন (iPhone 17 Series)।
আরও পড়ুন : PV Sindhu: প্রতিপক্ষকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় তারকা শাটলার
সংস্থার তরফে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয় নি, তবে আইফোন ১৭- র দাম হতে পারে ৭৯,৯০০ টাকার কাছাকাছি। অন্যদিকে আইফোন ১৭ প্রো-এর সম্ভাব্য দাম হতে পারে ১,২৯,৯০০ টাকা। আর নতুন আইফোন ১৭-এয়ার মডেলের দাম হতে পারে আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স-এই দুই মডেলের দামের মাঝে (iPhone 17 Series)।
আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে দেখা যাবে অনেক উন্নত ও আধুনিক ফিচার। কম আলোয় ভাল ছবি তোলার জন্য আরও বেশি ফিচার থাকবে এই মডেলগুলোয়। পরিষ্কার 8K ভিডিও রেকর্ডিং করার সুবিধাও থাকবে এই দুই আইফোনের ক্যামেরায় (iPhone 17 Series)।