ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটি প্রতিবেদন অনুসারে, দিল্লি ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুলকে দলের অধিনায়ক হিসেবে চেয়েছিল (IPL 2025)। কিন্তু আসন্ন টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে নয়, একজন খেলোয়াড় হিসেবে তিনি দলের জন্য অবদান রাখতে চান রাহুল।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক এবার দিল্লির নেতৃত্বে? (IPL 2025)
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পর, অক্ষর প্যাটেলকে (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের (DC) নতুন অধিনায়ক করার সম্ভাবনা প্রবল। অলরাউন্ডার অক্ষর ২০২৪ আইপিএলে দিল্লির অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন, যখন দলের তৎকালীন অধিনায়ক ঋষভ পন্থ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ওভার-রেট লঙ্ঘনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। মঙ্গলবার আইএএনএস সূত্রের খবর, “অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে চলেছেন। ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুলকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছিল, তবে তিনি দলের হয়ে কেবল একজন খেলোয়াড় হিসেবে অবদান রাখতে চান।”
২০১৯ সাল থেকে দিল্লির সঙ্গে অক্ষর, ২০২৫ মেগা নিলামে ১৮ কোটি টাকায় ধরে রাখল ফ্র্যাঞ্চাইজি (IPL 2025)
অক্ষর ২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন (IPL 2025)। ২০২৫ আইপিএল মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ১৮ কোটি টাকায় ধরে রেখেছে। আইপিএলে এখন পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলেছেন অক্ষর। তাঁর ঝুলিতে রয়েছে ১৬৫৩ রান, যেখানে স্ট্রাইক রেট ১৩০.৮৮। পাশাপাশি, বাঁহাতি স্পিনে ৭.২৮ ইকোনমি রেটে ১২৩টি উইকেট নিয়েছেন তিনি।
চলতি বছরে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে জয়ে অক্ষর দলের সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন। কিন্তু ২০২৫ আইপিএলে দিল্লির অধিনায়কত্ব তাঁর জন্য বড় পরীক্ষা হতে চলেছে। কারণ, এই ফ্র্যাঞ্চাইজি এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি।
কেএল রাহুল নেতৃত্বের প্রতিযোগিতায় ছিলেন, তবে এবার শুধুই খেলোয়াড় হিসেবে খেলবেন
২০২৪ সালের আইপিএল মেগা নিলামে ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন কেএল রাহুল। তিনি এর আগে পাঞ্জাব কিংস (PBKS) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর অধিনায়ক ছিলেন। রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস ২০২২ ও ২০২৩ সালে প্লে-অফে উঠেছিল। ফলে তিনি দিল্লির অধিনায়কত্বের দৌড়ে ছিলেন। তবে সূত্রের দাবি, এবার তিনি শুধুমাত্র একজন ব্যাটার হিসেবেই খেলবেন।
আরও পড়ুন: Fact Check: রোহিতদের সব ম্যাচ দুবাইতে, ক্ষোভে ফেটে পড়ে ভারতকে ট্রফি দিয়ে দিতে বললেন স্মিথ?
২৪ মার্চ লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে দিল্লি
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে। ম্যাচটি হবে ২৪ মার্চ বিশাখাপত্তনমের ACA-VDCA স্টেডিয়ামে। এর আগে, দিল্লি ক্যাপিটালস এই সপ্তাহে তিন দিনের একটি প্রশিক্ষণ শিবির করবে নয়াদিল্লিতে। এরপর ১৭ মার্চ দল বিশাখাপত্তনমের উদ্দেশে রওনা দেবে।