Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইপিএলের(IPL 2025)ইতিহাসে আরও একবার ফাইনালে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(Royal Challengers Bengaluru)। চতুর্থবারের জন্য শিরোপার একেবারে মুখোমুখি বিরাট কোহলির দল। এবারের জয়ে ম্যাচের দুই প্রধান কারিগর — দুরন্ত হ্যাজেলউড এবং বিধ্বংসী সল্ট। বল হাতে যেমন প্রতিপক্ষকে নাস্তানাবুদ করলেন হ্যাজেলউড, তেমনই ব্যাট হাতে ধ্বংসাত্মক রূপে মাঠ কাঁপালেন ফিল সল্ট।
চতুর্থবার ফাইনালে বিরাটরা(IPL 2025)
পাঞ্জাব কিংসকে ১০১ রানে আটকে রেখে সহজ জয় তুলে নিল বেঙ্গালুরু(IPL 2025)। শুরুতেই যশ দয়ালের বলে ফিরলেন প্রিয়াংশ আর্য (৭)। এরপর ভুবনেশ্বর কুমার এবং হ্যাজেলউডের তোপে একে একে ফিরে যান প্রভসিমরন সিং (১৮), শ্রেয়স আইয়ার (২) ও জশ ইংলিশ। মাত্র ৫০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাঞ্জাব। কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন মার্কাস স্টয়নিস (২৬) ও ওমরজাই (১৮), কিন্তু তা যথেষ্ট ছিল না। হ্যাজেলউড ও সুয়াশ শর্মা — দু’জনেই নেন ৩টি করে উইকেট। দুরন্ত বোলিংয়ে কার্যত একতরফা করে দেওয়া হয় ম্যাচ।
ব্যাটে-বলে অনবদ্য আরসিবি(IPL 2025)
মাত্র ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝকঝকে করেছিলেন কোহলি। প্রথম বলেই চার, কিন্তু চিরাচরিত অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে ফিরলেন মাত্র ১২ রানে। ডাগআউটে ক্ষুব্ধ বিরাট বুঝেই যাচ্ছেন, ফাইনাল জিততে গেলে নিজের উইকেটকে আরও মূল্য দিতে হবে। কিন্তু সেই চাপ সবার থেকে সরিয়ে একার কাঁধে তুলে নেন ফিল সল্ট। ২৭ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংসে তিনি নিশ্চিত করেন, আরসিবি-র জন্য জয় কেবল সময়ের অপেক্ষা। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। মায়াঙ্ক আগরওয়ালও (২৩) গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
আরও পড়ুন: IPL 2025: সব ম্যাচ কেন গুজরাতে? প্রধানমন্ত্রী-বিজেপিকে তিব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
আরসিবি কি এবার ট্রফি-খরা কাটাতে পারবে?(IPL 2025)
পঞ্জাব এবং বেঙ্গালুরু এখনও পর্যন্ত সব বছর আইপিএল(IPL 2025) খেললেও কখনও ট্রফি জিততে পারেনি। তাই এ বারের কোয়ালিফায়ারে দুই দলেরই মরিয়া লড়াই দেখার অপেক্ষায় মাঠ ভরিয়েছিলেন দর্শকেরা। ম্যাচটি ছিল পঞ্জাবের ঘরের মাঠ চণ্ডীগড়ে। ফলে মাঠ ভরিয়েছিলেন পঞ্জাবের সমর্থকেরা। কিন্তু সেই দর্শকদের সামনে লজ্জার রেকর্ড গড়ে মাঠ ছাড়তে হল পঞ্জাবকে।শেষপর্যন্ত ১০ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আরসিবি। ম্যাচ শেষে টিমের উজ্জ্বল মুখ, কিন্তু কোহলির অভিব্যক্তি বলছে, তাঁর চোখ এখন শুধুই ট্রফির দিকে। আরসিবি কি এবার ট্রফি-খরা কাটাতে পারবে? উত্তর দেবে ফাইনালের রাত।