Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএলে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় ম্যাচ (KKR vs SRH Match)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গতবার ফাইনালে এই হায়দরাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। গতবারের দুই ফাইনালিস্ট দলের খেলা কিন্তু লক্ষ্মীবারের ইডেনে ধরা পড়ল অন্য চিত্র। ভরল না ইডেনের গ্যালারি। ফাঁকা রয়ে গেল অর্ধেক আসন। ৬৭ হাজারের মধ্যে ভরলো মাত্র ৩৪ হাজার আসন।
ইডেনে ব্যাটের পর বলেও কেকেআরের দাপট (KKR vs SRH Match)
বৃহস্পতিবার কেকেআর-সানরাইজার্স ম্যাচকে ঘিরে সেই উন্মাদনাও দেখা গেল না ইডেন সহ গোটা শহরে। অন্যান্য বছর বা গত ২২ মার্চ আরসবির বিরুদ্ধে ম্যাচেও সমর্থকদের মধ্যে যে উন্মাদনা চোখে পড়েছিল, তার সিকিভাগও দেখা গেল না বৃহস্পতিবার। ম্যাচ শুরুর ঘন্টা দু’য়েক আগে থেকেই ইডেনের দিকে যেভাবে মানুষের ঢল নামে, যে যানজট তৈরি হয়- তার এদিন কিছুই চোখে পড়ল না। সেই উন্মাদনা এক নিমিষে উধাও (KKR vs SRH Match)।

অথচ বৃহস্পতিবারের ম্যাচের দুই প্রতিপক্ষ দলেই তারকার ছড়াছড়ি। অথচ এই ম্যাচকে ঘিরেও টিকিটের চাহিদা কম ছিল না। কিন্তু হঠাৎ করে কেন ইডেনে কেকেআর-এর ম্যাচ ঘিরে আগ্ৰহ হারালো শহরের ক্রিকেটপ্রেমীরা? এর একাধিক কারণই ঘুরপাক খেলো ইডেন চত্বরে।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ ভার ছিল। ২০১৬ এর এসএসসি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের এক নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার চাকরি প্রাপক (KKR vs SRH Match)। ৭ বছর চাকরি করার পর হঠাৎ করেই চাকরি হারানোয় রাজ্যজুড়ে হাহাকার এবং কান্না। সর্বস্বান্ত হয়ে পথে বসা ‘সর্বহারা’ অসহায় পরিবারগুলোর সেই মনমরা আবেগ-হাহারটাই কি সংক্রমিত হলো রাতের ইডেনের গ্যালারিতে! সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় কারণ অবশ্যই হতে পারে কেকেআরের জঘন্য পারফরমেন্স।

আরও পড়ুন: Messi in India: ভারতে আসার জন্য কত টাকা পাবে মেসির আর্জেন্টিনা? জানলে কপালে উঠবে চোখ
গত মুম্বই ম্যাচে গো-হারা হারে অনেক নাইট সমর্থকদেরই মোহভঙ্গ হয়েছে! সানরাইজার্স দলে ট্রাভিস হেড, ঈশান কিশান, মহম্মদ সামি, ক্লাসেন, প্যাট কামিন্সদের আদৌ নাইট বাহিনী সামলাতে পারবে কি না, তাই নিয়ে ধন্ধে ছিলেন মনে হয় শহরের ক্রিকেটপ্রেমীরা (KKR vs SRH Match)। এছাড়াও সপ্তাহের কাজের দিনে ম্যাচ হওয়াটাও মাঠে দর্শক কম আসার অন্যতম কারণ হতে পারে। তবে আইপিএলে কেকেআর-এর ম্যাচে ইডেনের এই ‘ব্যতিক্রমী’ চিত্র কবে দেখা গিয়েছে, তা মনে করা খুবই কঠিন।