Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে ৯ মে ২০২৫, আইপিএল (IPL 2025 Final) সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
৩ জুন আহমেদাবাদে হবে আইপিএল ফাইনাল (IPL 2025 Final)
আসন্ন আইপিএল ফাইনালে (IPL 2025 Final) ভারতের তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ অফিসার এবং সেনা জওয়ানদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
BCCI-র সচিব দেবজিত শইকিয়া ANI-কে জানান, “আমরা ভারতীয় সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান—জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Army Chief), অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী (Navy Chief) ও এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংহ (Air Force Chief)—সহ অন্যান্য উচ্চপদস্থ অফিসার এবং জওয়ানদের আহমেদাবাদের ফাইনালে আমন্ত্রণ জানিয়েছি। এই আমন্ত্রণ অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনের জন্য।”
সন্ত্রাসবাদের জবাবে ছিল অপারেশন সিঁদুর (IPL 2025 Final)
২২ এপ্রিলের পাহালগাম সন্ত্রাসবাদী হামলার পর ৭ মে ভারত সরকার চালায় “অপারেশন সিঁদুর” (IPL 2025 Final)। এই অভিযানে ১০০-রও বেশি জঙ্গিকে হত্যা করা হয়, যারা জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিন-এর মতো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
ভারতের এই প্রতিক্রিয়ার পর পাকিস্তান পাল্টা হামলা চালায় সীমান্তে শেলিং ও ড্রোন হামলার মাধ্যমে। এরপর ভারত সমন্বিত জবাব দেয় এবং পাকিস্তানের ১১টি এয়ারবেসে রাডার, কমিউনিকেশন সেন্টার ও এয়ারফিল্ডে বড় ধরনের ক্ষতি করে। ১০ মে দুই দেশের মধ্যে শত্রুতায় ইতি টানার জন্য এক বোঝাপড়া ঘোষণা করা হয়।
আইপিএল প্লে-অফের প্রস্তুতি
আইপিএলের দিকে তাকালে দেখা যাচ্ছে, পাঞ্জাব কিংস (PBKS) মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে শীর্ষস্থান দখল করে কোয়ালিফায়ারে উঠেছে। কোয়ালিফায়ার ১-এর ম্যাচটি ২৯ মে মুল্লানপুরে অনুষ্ঠিত হবে, যেখানে PBKS মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বা গুজরাট টাইটান্সের (GT)। এলিমিনেটর ম্যাচ হবে ৩০ মে মুল্লানপুরেই, যেখানে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে RCB বা GT-র বিরুদ্ধে।
আরও পড়ুন: BCCI on Kohli: কেন টেস্ট থেকে অবসর বিরাটের? অবশেষে মুখ খুলল BCCI
RCB বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং GT ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। মঙ্গলবার লখনউতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ জিতলে RCB কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নিতে পারে।