ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আজ ইডেনে ডু অর ডাই ম্যাচে (IPL 2025) পঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে হারলেই প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে অজিঙ্কা রাহানেদের। রোহিত শর্মাদের থেকে অনুপ্রেরণা নিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নাইট শিবির।
ডু অর ডাই ম্যাচে কেকেআর (IPL 2025)
আজ ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে পঞ্জাবের থেকে অনেকটাই এগিয়ে কেকেআর। এখনও পর্যন্ত ৩৪ বার সাক্ষাতের মধ্যে ২১বার জিতেছে শাহরুখ খানের দল (IPL 2025)। ১৩ বার জিতেছে প্রীতি জিন্টার দল। কিন্তু শনিবারের ম্যাচের পরিস্থিতিটা কিছুটা আলাদা। শনিবার ইডেনে কেকেআরের সঙ্গে প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের ঠান্ডা লড়াই। ৮ ম্যাচে তিনটেয় জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বর রয়েছে কেকেআর। সেখানে ৮ ম্যাচে পাঁচটায় জিতে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে পঞ্জাব। গত ম্যাচে এই পঞ্জাবের বিরুদ্ধে ১১২ রান তাড়া করতে নেমে ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল কেকেআর। ১৬ রানে লজ্জার হার হজম করতে হয়েছিল রাহানেদের। ৪ উইকেট নেওয়া জুযবেন্দ্র চাহালের আঙুলের ভেল্কিতে ধরাশায়ী হয়ে গিয়েছিল নাইট ব্যাটিং লাইনআপ। আজ হারলেই প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে নাইটদের।
খাদের কিনারা থেকে ফিরবে নাইট শিবির ? (IPL 2025)
তবে আশাহত হচ্ছে না নাইট শিবির। টানা চার ম্যাচ জিতে খাদের কিনারা থেকে উঠে এসে প্লে-অফের দৌড়ে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই রোহিত শর্মাদের থেকেই অনুপ্রেরণা নিয়ে এখনও প্লে-অফে ওঠার আশা দেখছেন নাইট অলরাউন্ডার মঈন আলি। ঘুরে দাঁড়ানোর মতো সমস্ত মশলাই আছে দলের ব্যাটিং ও বোলিং বিভাগে (IPL 2025)। গত পঞ্জাব ম্যাচে হারটা ভোলা কঠিন হলেও সেখান থেকে শিক্ষা নিয়ে আজ শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী নাইট অলরাউন্ডার। চাহালকে সমীহ করলেও ভয় পাওয়ার মতো কোনও কারণ দেখছেন না বলেই জানিয়ে দিলেন মঈন।
আরও পড়ুন : IPL 2025 : কেকেআরের স্পিন রুখতে পঞ্জাবের নতুন অস্ত্র, শ্রেয়সের দলে নতুন নেট বোলার
আত্মবিশ্বাসী পঞ্জাব শিবির
নাইটদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী পঞ্জাব শিবিরও। কেকেআর-গুজরাত ম্যাচ যে উইকেটে খেলা হয়েছিল, শনিবার সেই উইকেটেই খেলা। তাই বড় রান উঠবে বলেই আশাবাদী পঞ্চাবের স্পিন বোলিং কোচ সুনীল যোশী। সেই সঙ্গে অধিনায়ক শ্রেয়সেরও ভূয়সী প্রশংসা করেন যোশী।
আরও পড়ুন : Gautam Gambhir : ‘ISIS কাশ্মীরের’ নিশানায় গৌতম গম্ভীর, খুনের হুমকি টিম ইন্ডিয়ার হেড কোচকে
নাইটদের দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা
আজ পঞ্জাবের বিরুদ্ধে নাইটদের দলে একাধিক পরিবর্তন হতে পারে। দলে ফিরতে পারেন কুইন্টন ডি’কক, অঙ্গকৃশ রঘুবংশী ও রভম্যান পাওয়েল। ঘরের মাঠে প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে আজ নাইটরা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।