ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রবিবার আইপিএলয়ে (IPL 2025) ইডেনে নামার আগে দুই মেরুতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে রাজস্থান। সেখানে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচেও জিততেই হবে নাইটদের। তবে এই ম্যাচের সব নজরই রাজস্থানের ১৪ বছর বয়সী বালক বৈভব সূর্যবংশীর ওপরই। নাইটদের জয় দেখার পাশাপাশি বৈভবের ব্যাটেও ঝড়ের প্রহর গুনছে কলকাতার ক্রিকেটপ্রেমীরা।
নজরে বৈভব সূর্যবংশী (IPL 2025)
হাতে রয়েছে চার ম্যাচ। প্লে অফে উঠতে গেলে জয় ছাড়া কোন গতি নেই কলকাতা নাইট রাইডার্সের (KKR)। রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ম্যাচটাও অজিঙ্কা রাহানেদের কাছে ডু অর ডাই। প্লে অফয়ের (IPL 2025) দৌড় থেকে ছিটকে যাওয়ায় রাজস্থানের কাছে এই ম্যাচটা নিয়মরক্ষার। তবুও বাকি ম্যাচগুলো জিতেই শেষ করতে চাইছে মরুশহরের দলটি। তবে গুরুত্বহীন ম্যাচেও কলকাতার ক্রিকেট প্রেমীদের ফোকাস রাজস্থানের ওপরই। সৌজন্যে ১৪ বছর বয়সী বিস্ময় ব্যাটার বৈভব সূর্যবংশী। তাকে ঘিরে শনিবার ইডেনে যে উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা গেল , অদূর কেন সুদূর অতীতেও কোন নতুন ক্রিকেটারকে ঘিরে দেখা যায়নি। রাজস্থানও বৈভবকে আগলে রাখছে। কোনো পেশাদারি চাপ না দিয়ে তাকে নিজের খেলাটা খেলতে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন রাজস্থানের বোলিং কোচ সেন বন্ড। গরমের মধ্যে দুপুরে খেলা ,তাই ম্যাচটা কঠিন হবে বলেও জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার।
জয় ছাড়া কোন গতি নেই নাইটদের (IPL 2025)
রবিবার না জিততে পারলে দল প্লে অফয়ের দৌড় থেকে ছিটকে যাবে তা খুব ভালোমতোই জানে নাইট শিবির। তাই শুধু বৈভব নয় গোটা রাজস্থান দলকেই সমীহের চোখে দেখছে KKR। তবে ডু অর ডাই ম্যাচ হলেও জয়ের (IPL 2025) জন্য তারা অতিরিক্ত কিছু করতে চান না বলেই জানিয়ে দিলেন নাইট ব্যাটার রভম্যান পাওয়েল। দলের ব্যাটিং ও বোলিং শক্তি যা তাতে রবিবার রাজস্থানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী নাইট শিবির।
আরও পড়ুন : Gareth Southgate: রাজস্থানের জার্সিতে মাঠে প্রাক্তন ইংল্যান্ড কোচ
বৈভবয়ের ঝড় সামলে রবিবার ইডেনে আরও একবার নাইটদের জয়ধ্বজা ওড়ে কি না তা সময়ই বলবে। তবে এই ম্যাচেও কালবৈশাখীর ভ্রূকুটি এখন চিন্তার কারণ সকলের।