ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইপিএলের ১৮তম মরসুমের উদ্বোধনী অনুষ্ঠান (IPL 2025 Opening Ceremony) শুরু। গত বার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় এ বার কলকাতার ইডেন গার্ডেন্সে হচ্ছে উদ্বোধন। মঞ্চে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। আইপিএলের নতুন মরসুমের সূচনা করলেন শাহরুখ খান নিজেই। তাঁর মুখে শোনা গেল প্রতিযোগিতার ১০টি দলের নাম। নতুন মরসুমে আরও লড়াই দেখা যাবে, এমনটাই আশা তাঁর সে কথা তিনি বললেন অনুষ্ঠানের সূচনাতে। ইডেনের দর্শকদের উচ্চ প্রশংসা করলেন তিনি। ইডেনে দর্শকের পরিমাণ দেখে অভিভুত তিনি। সে কথা বললেন নিজের মুখেই। অনুষ্ঠানের শুরুতে শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য ডেকে নিলেন শাহরুখ।
সুরের মায়ায় ইডেন মাতালেন গায়িকা (IPL 2025 Opening Ceremony)
ইডেনে অনুষ্ঠানের শুরুতে গান গাইছেন স্বয়ং শ্রেয়া ঘোষাল। নিজের সুরের মায়ায় ইডেন মাতিয়ে দিলেন বাঙালি গায়িকা। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গাইলেন শ্রেয়া (IPL 2025 Opening Ceremony)। সর্ব প্রথম আমি যে তোমার… দিয়ে শুরু করলেন শ্রেয়া ঘোষাল। তারপর গাইলেন ঘুমর ঘুমর ঘুমে…। চারিদিকে একেবারে উৎসবের আমেজ। ইডেন গার্ডেন্স মুখরিত হল তাঁর সুরের মায়ায়।
পরিস্থিতির সাথে মিলিয়ে গাইলেন কর হর ময়দান ফতেহ… যা একেবারে অন্য মেজাজ এনে দিল ময়দানে।
একেবারে অন্য মেজাজ নিয়ে গাইলেন (IPL 2025 Opening Ceremony)
‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’ গাইতে দেখা যায় তাঁকে। ঢোল বাজে… চারিদিকে লেজ়ার শো আর শ্রেয়ার মন জুড়িয়ে দেওয়া গান, সবে মিলে জমজমাট ওপেনিং সেরেমনি। মা তুঝে সালাম… গানের মধ্যে দিয়ে মাঠে তৈরি হল এক অন্যরকম আবহের (IPL 2025 Opening Ceremony)। শ্রেয়া সমস্ত হিট গান গুলিতে মেতে উঠলো ইডেন। তারপর গাইলেন জিন্দা হ্যায় তো…। ‘ভাগ মিলখা ভাগ’ ছবির ‘জ়িন্দা’ গাইতেও শোনা গেল শ্রেয়াকে। একেবারে অন্য মেজাজ নিয়ে গাইলেন মোহে মোহে তু রং দে বসন্তী…।
গেয়ে চললেন নানা জনপ্রিয় গান
দর্শকদের মন ভালো করার জন্য গেয়ে চলেছেন পরপর নানা জনপ্রিয় গান। ওম শান্তি ওম সিনেমার গানও জমিয়ে গাইলেন শ্রেয়া। বলিউডের দুই খান আমির ও শাহরুখের ছবির গান গাইতে শোনা গেল শ্রেয়াকে। আমির খানের ‘রং দে বসন্তী’ ছবির গান গাইলেন তিনি। পরে শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির গানও গাইতে শোনা গেল ভারতের সুরের জাদুকরীকে। সব শেষে তাঁকে সুরকার এ আর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গাইতে শোনা গেল। খেলা শুরুর আগে এত গুলো নিজের জনপ্রিয় গান গেয়ে একদম দর্শকের মন জয় করে নিলেন শ্রেয়া ঘোষাল।