ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আইপিএলে দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আগামী আইপিএলে লখনউকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ (IPL 2025 Rishabh Pant)। সোমবার আলিপুরে নিজের দফতরে মেন্টর জাহির খানকে সঙ্গে নিয়ে পন্থের হাতে ক্যাপ্টেন লেখা ১৭ নম্বর জার্সি বাঁ হাতি উইকেট কিপার ব্যাটারের হাতে তুলে দিলেন এলএসজি কর্ণধার। ২০০ শতাংশ দিয়ে দলগত প্রচেষ্টায় লখনউকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন এলএসজির নতুন অধিনায়ক। পন্থের নেতৃত্বে দল ভালো খেলবে বলে আশাবাদী মেন্টর জাহির থেকে শুরু করে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
গতবছর আইপিএলের নিলামে তাকে নেওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়ে ছিলো। অবশেষে রেকর্ড ২৭ কোটি টাকায় তাঁকে তুলে নিয়েছিলো লখনউ সুপার জায়ান্টস (IPL 2025 Rishabh Pant)। প্রাক্তণ অধিনায়ক কেএল রাহুলে আগ্রহ না দেখানোয় এলএসজির নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিলো। তাহলে কী লখনউয়ের অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতেই উঠতে চলেছে! সোমবার সেই কৌতূহলের অবসান ঘটিয়ে সেই জল্পনায় সত্যি হল। আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হলেন ঋষভ পন্থ। কয়েক কিলোমিটার দূরে ভারতীয় দল যখন টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার প্রস্তুতি সারছে ইডেনে তখনই সোমবার আলিপুরে নিজের দফতরে পন্থকে পাশে বসিয়ে মেন্টর জাহির খানকে সঙ্গে নিয়ে সে কথা ঘোষণা করলেন এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
আরও পড়ুন: https://tribetv.in/tenzing-norgay-award-goes-to-sayani-das/
সেইসঙ্গে পছন্দের ১৭ নম্বর জার্সি বাঁ হাতি উইকেট কিপার ব্যাটারের হাতে তুলে দিলেন এলএসজি কর্ণধার। তাঁর নাম লেখা জার্সিতে খোদাই করা রয়েছে ‘ক্যাপ্টেন’ শব্দটিও। এলএসজি তার উপর আস্থা রাখায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানালেন পন্থ। সেই সঙ্গে ২০০ শতাংশ দিয়ে দলগত প্রচেষ্টায় লখনউকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন। অধিনায়ক রোহিত শর্মা ও দলের সিনিয়র ক্রিকেটরদের থেকে যা শিখেছেন সেগুলোকে কাজে লাগাতে চান বলেও জানিয়ে দিলেন পন্থ (IPL 2025 Rishabh Pant)। খেলোয়াড়দের উপর আস্থা এবং শেষ বল পর্যন্ত লড়াইয়ের মন্ত্রেই সাফল্য দেখছেন এলএসজি অধিনায়ক।
আরও পড়ুন: https://tribetv.in/17-lakh-compensation-in-rg-kar-case-verdict/
ঋষভের অধিনায়কত্বে লখনউ ভালো খেলবে বলে আশাবাদী দলের মেন্টর তথা প্রাক্তণ বাঁ হাতি পেসার জাহির খান। ঋষভের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে। সেইসঙ্গে গোটা দলকে চালনা করার ক্ষমতাও আছে বলে মনে করে জাহির। ঋষভের (IPL 2025 Rishabh Pant) অধিনায়কত্বে লখনউ ভালো খেলবে বলে আশাবাদী দলের মেন্টর তথা প্রাক্তণ বাঁ হাতি পেসার জাহির খান। ঋষভের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে। সেইসঙ্গে গোটা দলকে চালনা করার ক্ষমতাও আছে বলে মনে করে জাহির। গত মরশুমে আইপিএলে শেষ চারে জায়গা না পেলেও এবছর নতুন দল ও নতুন অধিনায়কের হাত ধরে লখনউ সুপার জায়ান্টস কতটা দাগ কাটতে পারে তা সময়ই বলবে (IPL 2025 Rishabh Pant)।