Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা নাইট রাইডার্সের ২০২৬ মরশুমে ক্যাপ্টেন কে হবেন সেই নিয়ে চলছে জল্পনা (IPL 2026)। অজিঙ্ক রাহানেকে কি মাত্র একটা মরশুম রেখেই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে সেই নিয়ে চর্চা চলছে। ক্যাপ্টেন হিসেবে উঠে আসছে আরেক ভারতীয় তারকা ব্যাটসম্যানের নাম।
নাইট শিবিরে নতুন অধিনায়ক (IPL 2026)
শেষ মরশুমে আশানরুপ ফল করতে পারে নি দল। শ্রেয়স আইয়ারের হাত ধরে ২০২৪ সালে কলকাতা আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা নিজের নাম করতে সক্ষম হয়েছিল। কিন্তু তারপর ফ্রাঞ্চাইজি শ্রেয়স আইয়ারকে ধরে রাখে নি। তিনি চলে যান পাঞ্জাব দলে। ২০২৫ আইপিএলের অধিনায়কত্ব আসে রাহানের কাঁধে কিন্তু কার্যত হতাশ হয়েছে সমর্থকরা। কেকেআর অষ্টম হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। কলকাতার আরও একটি সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছিল, তারা ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছিল।
আরও পড়ুন : Daruma Doll Gift To Modi : জাপান সফরে দারুমা পুতুল উপহার পেলেন প্রধানমন্ত্রী মোদি! কী এই পুতুল?
কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইতিমধ্যে কলকাতা দল ছেড়েছেন। এবার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। জল্পনা বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের টিমের দায়িত্ব কার কাঁধে যাবে। তবে কি অজিঙ্ক রাহানেকে মাত্র একটা মরশুম রেখেই ক্যাপ্টেন্সি পদ থেকে সরিয়ে দেবে কলকাতা টিমের ম্যানেজমেন্ট? এখানে শোনা যাচ্ছে আরও এক ভারতীয় তারকার নাম। উঠে আসছে কে এল রাহুলের নাম (IPL 2026)।
তবে কি এবার রাহুলের নতুন দল হতে চলেছে কলকাতা? তবে রাহুল দলে এলে রাহানের জায়গা নিয়ে সমস্যা হতে পারে বলেই মনে করছেন অনেকে। ২০২৫ সালের আইপিএলে ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে রাখলেও তার ফর্মও খুব একটা ভাল যায় নি। পরের মরশুমে মাঠে নামার আগে সব দিক বিবেচনা করে তবেই মাঠে নামবে কিং খানের দল। এখন দেখার টিম ম্যানেজমেন্টর সিদ্ধান্ত কী হয় (IPL 2026)।