ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার জ্বলন্ত পরিস্থিতিতে বড় সতর্কবার্তা জারি করল ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস(Iran Israel Conflict)। মঙ্গলবার দূতাবাসের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, “গত কয়েক সপ্তাহ ধরেই নিরাপত্তা পরিস্থিতির নজরে রেখে ভারতীয় নাগরিকদের জানানো হচ্ছে—বিশেষ প্রয়োজন ছাড়া ইরানে পা রাখার আগে সামগ্রিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিন।”
এই সতর্কতা শুধু যাত্রীদের উদ্দেশে নয়, বরং ইরানে ইতিমধ্যেই অবস্থানরত ভারতীয়দের জন্যও বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বর্তমান উত্তেজনার আবহে সকলকে নিয়মিত খবরাখবর রাখা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
কেন এই সতর্কতা? (Iran Israel Conflict)
গত এক মাস ধরেই পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা চরমে(Iran Israel Conflict)। ১২ জুন রাতে ইজরায়েল চালায় ‘অপারেশন রাইজ়িং লায়ন’, যার লক্ষ্য ছিল ইরানের একাধিক শহর এবং পরমাণু স্থাপনা। প্রতিশোধে ইরানও চালায় পাল্টা হামলা।
এর পর পরিস্থিতি আরও জটিল হয় ২১ জুন গভীর রাতে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ‘বি-২ স্পিরিট’ বোমারু বিমানে জিবিইউ-৫৭ বোমা ফেলে ইরানের তিন গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে—নাতান্জ়, ফোরডো এবং ইসফাহানে। জবাবে ইরানের সামরিক বাহিনী কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালায়। ১২ দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলার পর শেষমেশ ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) হস্তক্ষেপে সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে শান্তি প্রক্রিয়া শুরু হলেও, বিশেষজ্ঞরা বলছেন—এই যুদ্ধবিরতি ভঙ্গুর এবং যে কোনও মুহূর্তে পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। সেই কারণেই তেহরানে ভারতীয় দূতাবাসের এই সতর্কতা গুরুত্ব পাচ্ছে।
ভারতীয় নাগরিকদের জন্য কী নির্দেশ? (Iran Israel Conflict)
১. প্রয়োজন ছাড়া ইরানে সফর না করার অনুরোধ(Iran Israel Conflict)।
২. ইরানে থাকা ভারতীয়দের স্থানীয় পরিস্থিতির উপরে নিয়মিত নজর রাখার পরামর্শ।
৩. যারা দেশে ফিরতে চান, তাদের জলপথ ও আকাশপথ—উভয় পথেই ফেরার অনুমতি।
৪. ভারত সরকারের জারি করা যেকোনও পরামর্শ বা নির্দেশিকা কঠোরভাবে মানতে হবে।

আরও পড়ুন: Russia Ukraine War : ২৪ ঘণ্টায় পাল্টে গেল সুর, মস্কোয় হামলা নয়, বললেন ট্রাম্প!
কূটনৈতিক ও মানবিক উদ্বেগ বাড়ছে (Iran Israel Conflict)
তেহরানে ভারতীয় দূতাবাসের সতর্ক বার্তা পশ্চিম এশিয়ায় ভারতের কূটনৈতিক ও মানবিক চিন্তার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা(Iran Israel Conflict)। বিশেষ করে ইরান ও ইজ়রায়েলের মধ্যে উত্তেজনা এবং তাতে আমেরিকার প্রত্যক্ষ জড়িত থাকার কারণে ভারতও পরোক্ষ চাপে রয়েছে। ভারতে থাকা বহু ইরানি ছাত্র, শ্রমিক এবং ব্যবসায়ী সম্প্রদায় ইতিমধ্যেই উদ্বিগ্ন।

আরও পড়ুন: Donald Trump : আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না, পুতিন প্রসঙ্গে বিস্ফোরক ট্রাম্প!
পশ্চিম এশিয়ায় অস্থিরতা, ভ্রমণে সতর্ক থাকাই শ্রেয় (Iran Israel Conflict)
ভারতীয় নাগরিকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—ইরান সফর নিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া(Iran Israel Conflict)। পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং আন্তর্জাতিক সংঘাতের আবহে, কোনওরকম ঝুঁকি না নেওয়ার পরামর্শই দিচ্ছে সরকার। দূতাবাসের এই সতর্কতা শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং এক বাস্তব নিরাপত্তা হুঁশিয়ারি—যা মানা প্রত্যেক নাগরিকের কর্তব্য।