ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় চলমান ইরান-ইজরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Iran Israel Conflict)। এমনই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, “এই বিষয়ে রাশিয়ার কোনও সাহায্যের প্রয়োজন নেই। বরং পুতিনেরই আমার কাছে সাহায্য চাইবার দরকার!”
নেটোর হেগ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার সকালে ট্রাম্প (Donald J. Trump) বলেন, “ভ্লাদিমির আমাকে ফোন করেছিলেন। বললেন, ‘আমি কি ইরানের ব্যাপারে সাহায্য করতে পারি?’ আমি বলি, না। ইরানকে সামলাতে আমি একাই যথেষ্ট। বরং আপনার (পুতিন) ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে!”
যুদ্ধ, পাল্টা হামলা,এরপর কী? (Iran Israel Conflict)
১৩ জুন থেকে পশ্চিম এশিয়া উত্তপ্ত(Iran Israel Conflict)। ইজরায়েল ও ইরানের মধ্যে চলা টানা ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে একাধিকবার হস্তক্ষেপ করেন ট্রাম্প। প্রথমে ইরানকে সতর্ক করেন, পরে ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন, এবং শেষে যুদ্ধবিরতির ঘোষণাও করেন।
রবিবার ভোরে ইরানের ফোরডো, নাতান্জ ও ইসফাহানে মার্কিন বি-২ বোমারু বিমান হামলা চালায়। পাল্টা সোমবার রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ট্রাম্প দাবি করেন, “ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে”— এমন ঘোষণায় অবাক হয়ে যায় কূটনৈতিক মহল।
ট্রাম্প বনাম পুতিন, বন্ধুত্ব না প্রতিযোগিতা?(Iran Israel Conflict)
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ(Iran Israel Conflict)। রাশিয়ার সঙ্গে মার্কিন সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও ট্রাম্প এই বক্তব্যকে হালকাভাবে উপস্থাপন করলেও, কূটনৈতিক বার্তা যে গভীর তা নিয়ে দ্বিমত নেই।
ট্রাম্প আগেই ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফোনে একাধিকবার কথা বলেছেন। এমনকি যুদ্ধবিরতির জন্য রাশিয়া-ইউক্রেন চুক্তির ইঙ্গিতও দেন। এবার ট্রাম্প দাবি করলেন, “আমি পুতিনকে বলেছি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য বরং আমায় সাহায্য করতে দিন।”

রাশিয়ার অবস্থান (Iran Israel Conflict)
রাশিয়া প্রকাশ্যে কখনও ইরানকে সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দেয়নি(Iran Israel Conflict)। তবে আমেরিকার পরমাণু হামলার বিরুদ্ধে মোক্ষম প্রতিবাদ জানিয়েছে মস্কো। “আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন”—এই ভাষায় ইরানের পরমাণুকেন্দ্রে হামলার নিন্দা করে ক্রেমলিন।
পাশাপাশি, তেহরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিকবার যোগাযোগ রেখে চলেছে রাশিয়া। যুদ্ধবিরতি কার্যকর হোক, এই চেষ্টায় রাশিয়ার একটি প্রতিনিধিদল ইরান সফরও করেছে বলে খবর।

কী বোঝায় ট্রাম্পের বক্তব্য? (Iran Israel Conflict)
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা যেতে পারে(Iran Israel Conflict)।
- একদিকে তিনি বোঝাতে চাইছেন, আমেরিকাই আন্তর্জাতিক স্তরে একমাত্র শক্তিধর দেশ যারা যুদ্ধ থামাতে পারে।
- অন্যদিকে, রাশিয়ার ‘প্রস্তাব প্রত্যাখ্যান’ করে তিনি নিজের প্রশাসনের কৃতিত্ব তুলে ধরতে চাইছেন।
এটা অনেকটাই নির্বাচনী প্রচারের অংশ, কারণ ট্রাম্প চাইছেন নিজেকে ‘শান্তির দূত’ এবং “ওয়ার ম্যানেজার” হিসেবে তুলে ধরতে।
আমেরিকার ‘একক নেতৃত্বেই’ সমাধান (Iran Israel Conflict)
ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে রাশিয়া এগিয়ে এলেও আমেরিকার ‘একক নেতৃত্বেই’ সমাধান এসেছে—এই বার্তা দিতে চাইছেন ট্রাম্প(Iran Israel Conflict)। তবে এই উত্তপ্ত আবহে রাশিয়া ও আমেরিকার সম্পর্ক কোন দিকে গড়ায়, তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এক কথায়, পশ্চিম এশিয়ার আগুন নিভলেও, জিও-পলিটিকসের উত্তাপ বাড়ছে ক্রেমলিন ও হোয়াইট হাউসে।