ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বড় পদক্ষেপ নিল পাকিস্তান ও ইরান (Iran Pakistan Agreement)। দুই দেশের বাণিজ্যমন্ত্রীর মধ্যে একাধিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য পারস্পরিক বাণিজ্য বছরে ৮০০ কোটি মার্কিন ডলারে পৌঁছে দেওয়া। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রকের মতে, বর্তমানে এই বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি ডলারের কাছাকাছি। আগামী বছরেই নতুন লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী ইসলামাবাদ।
পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট (Iran Pakistan Agreement)
দু’দিনের সরকারি সফরে রবিবার পাকিস্তানে পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান (Iran Pakistan Agreement)। তাঁর সঙ্গে ছিলেন ইরানের বাণিজ্য এবং খনি বিষয়ক মন্ত্রী মহম্মদ আটবক। ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা একাধিক বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করেন। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল বলেন, “আমাদের বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ছে। আগামী বছরেই ৮০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব।”
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে দীর্ঘ স্থলসীমান্ত থাকায় পণ্য পরিবহণে সময় ও ব্যয় কমবে। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও ত্বরান্বিত হবে। একই সুর শোনা গিয়েছে ইরানের বাণিজ্যমন্ত্রীর কণ্ঠে। আটবক বলেন, “দুই দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা একে অপরকে বিশ্বাস করেন। এই বিশ্বাস পারস্পরিক অর্থনৈতিক বোঝাপড়াকে আরও বিস্তৃত করবে।”
পারস্পরিক বিনিয়োগে আগ্রহী (Iran Pakistan Agreement)
বিশ্লেষকদের মতে, ইরান ও পাকিস্তানের মধ্যে বাড়তি বাণিজ্যিক সম্পর্ক আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দুই দেশ জ্বালানি, খনিজ, কৃষি এবং শিল্পখাতে পারস্পরিক বিনিয়োগের বিষয়ে আগ্রহী। বিশেষত ইরানের শক্তি সম্পদ এবং পাকিস্তানের কৃষিপণ্যের মধ্যে আদান-প্রদান নতুন সম্ভাবনা তৈরি করবে।

আরও পড়ুন: Donald Trump : প্রথম দফাতেই শুল্ক আরোপের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প! করোনা মহামারী হয়েছিল বাধা
ব্রিক্স সম্মেলনে ইরানে হামলার নিন্দা (Iran Pakistan Agreement)
এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকাও আলোচনায় এসেছে। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের, বিশেষত চাবাহার বন্দর প্রকল্পে ভারতের বড় বিনিয়োগ রয়েছে (Iran Pakistan Agreement)। চলতি বছরেই ভারত-ইরানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। ১৯৫০ সালের ‘ভারত-ইরান মৈত্রী চুক্তি’ ছিল দুই দেশের সম্পর্কের ভিত্তি। যদিও সাম্প্রতিক ইরান-ইজরায়েল সংঘাতে ভারত মধ্যপন্থী অবস্থান নেয়। সেই সময়ে সোচ্চারে ইরানকে সমর্থন না জানিয়ে ভারত মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি। তবে জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতেই ব্রিক্স সম্মেলনে ইরানে হামলার নিন্দা করা হয়, যদিও যৌথ বিবৃতিতে ইজ়রায়েল বা আমেরিকার নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: Boat Capsizes Off Yemen : ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অন্তত ৬৮ পরিযায়ী শ্রমিকের মৃত্যু
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (Iran Pakistan Agreement)
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইরান-পাকিস্তান বাণিজ্য সম্পর্কের উন্নতি ভারতসহ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। চাবাহার বন্দরের পাশাপাশি গ্বাদার বন্দর ঘিরে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর ইতিমধ্যেই আলোচনায়। নতুন বাণিজ্যিক চুক্তি এ অঞ্চলের ভূরাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।