ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তীর্থভ্রমণের স্বপ্ন সকল ধর্মপ্রাণ মানুষের মনেই থাকে। বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম—এই চারধাম দর্শনের বাসনা বহু মানুষ লালন করেন, কিন্তু দীর্ঘ সফরের ধকল, পরিকল্পনা ও খরচের কথা ভেবে অনেকেই তা বাস্তবায়িত করতে পারেন না (Char Dham Yatra)। সেই সমস্যার এবার সহজ সমাধান নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল।
তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে রেল এবার চালু করছে বিশেষ ‘ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেন’, যা এক সফরেই আপনাকে ঘুরিয়ে আনবে চারধাম সহ একাধিক তীর্থ ও দর্শনীয় স্থান। ২৭ মে দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু করে টানা ১৭ দিনে ৮৪২৫ কিলোমিটার পথ পাড়ি দেবে এই বিলাসবহুল ট্রেন (Char Dham Yatra)।
আরও পড়ুন: Goa Temple Stampede: লাইরাই যাত্রায় পদপিষ্ট ৬! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
একের পর এক দর্শনীয় স্থানকে যুক্ত করা হয়েছে ভ্রমণসূচিতে। বদ্রীনাথ, মানাগাঁও, নরসিংহ মন্দির, জোশীমঠ, ঋষিকেশ থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দির ও সমুদ্রতট, কোণারকের সূর্য মন্দির, রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দির, ধনুষকোটির মতো পবিত্র স্থানে নিয়ে যাবে এই ট্রেন। এছাড়াও রয়েছে দ্বারকার দ্বারকাধীশ মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং অতিরিক্তভাবে কাশীর বিশ্বনাথ মন্দির, পুণের ভীমশঙ্কর ও নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির দর্শনেরও সুযোগ (Char Dham Yatra)।
স্বাচ্ছন্দ্যেও কোনও খামতি নেই! (Char Dham Yatra)
শুধু তীর্থ নয়, ভ্রমণ হোক আরামদায়ক ও স্মরণীয়—সেই লক্ষ্যেই সাজানো হয়েছে ট্রেনের অভ্যন্তর। যাত্রীরা নিজের পছন্দ ও বাজেট অনুযায়ী AC ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ক্লাস কোচে ভ্রমণ করতে পারবেন। ট্রেনে থাকছে আধুনিক ডাইনিং রেস্টুরেন্ট, মডার্ন কিচেন, বায়োটয়লেট-যুক্ত শৌচাগার, কিউবিক শাওয়ার সিস্টেম, ফুট ম্যাসাজার সহ একাধিক পরিষেবা।
আরও পড়ুন: Caste Census: জনগণনার সঙ্গে হবে জাতগণনাও, ঘোষণা কেন্দ্রীয় সরকারের

এখানেই শেষ নয়! রেলের প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে তিন তারা হোটেলে থাকার ব্যবস্থা, দিনে তিনবার খাওয়াদাওয়া, সাইটসিয়িং ট্যুর, এবং প্রতিটি পর্যায়ে ট্যুর ম্যানেজারের সহায়তা (Char Dham Yatra)। অর্থাৎ, যাত্রীরা একবার টিকিট কাটলেই নিশ্চিন্ত। ট্রেনই পৌঁছে দেবে তাঁদের স্বপ্নের তীর্থভূমিতে, অভিজ্ঞতার শেষে ফিরিয়ে আনবে আবার নিরাপদে।
টিকিট বুকিংয়ে ব্যাপক সাড়া (Char Dham Yatra)
রেল সূত্রে জানা গেছে, এই খবর সামনে আসতেই দেশজুড়ে শুরু হয়ে গেছে ব্যাপক টিকিট বুকিং। বহু মানুষ ইতিমধ্যেই এই সুযোগ লুফে নিতে শুরু করেছেন।
খরচ? জানুন IRCTC ওয়েবসাইটে (Char Dham Yatra)
এত কিছু শুনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—এই অভিজাত তীর্থ সফরের খরচ কত? IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে প্রতিটি ক্লাস অনুযায়ী নির্দিষ্ট ভাড়া ও সুবিধার বিবরণ (Char Dham Yatra)। আপনি বাজেট মিলিয়ে পছন্দমতো অপশন বেছে নিতে পারবেন।
তাই আর দেরি না করে, আপনার চারধাম সফরের স্বপ্নকে এবার বাস্তব রূপ দিন রেলের সঙ্গে। হাতে সময় আছে—২৭ মে পর্যন্ত বুকিং চলছে।