ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে একের পর এক। যার প্রতিবাদে বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা সরব হয়েছিলেন (ISKCON Bangladesh)। এরই মধ্যে বাংলাদেশের সনাতনী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করেছে ইউনুস প্রশাসন। যার বিরুদ্ধে আগেই আওয়াজ তুলেছিল নয়াদিল্লী।
উদ্বেগ প্রকাশ ভারতের (ISKCON Bangladesh)
এবার এই ঘটনা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলো ভারত (ISKCON Bangladesh)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখ্যপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ”বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। আশা করবো বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে।“
উত্তেজনা বাংলাদেশে (ISKCON Bangladesh)
বাংলাদেশের সনাতনী হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (ISKCON Bangladesh) গ্রেফতার করার ঘটনার পর বাংলাদেশে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। মৌলবাদী কট্টরপন্থীদের বিরুদ্ধে প্রতিনিয়ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ-সহ বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে।
আরও পড়ুন: Tejaswi Yadav on CT 2025: পাকিস্তান যাক রোহিত-বাহিনী, চমকে দেওয়া সিদ্ধান্ত তেজস্বী যাদবের
ভারতের বিদেশ মন্ত্রকের দাবি
মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের পুলিশ বাহিনীর হাতে সনাতনী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেফতার হওয়া নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ”আশা করবো ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বচ্ছ নিরপেক্ষ বিচার হবে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণদাসের আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে।” কিন্তু পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এটাও জানিয়েছেন, যে বর্তমান পরিস্থিতিতেও ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বানিজ্য বন্ধ হবে না। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে জন বিক্ষোভের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। তারপর থেকে শেখ হাসিনা ভারতেই রয়েছেন।
আরও পড়ুন: Mamata on Bangladesh: বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের পাশে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলাদেশ-ভারত সম্পর্ক
একই সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন জল্পনা। বাংলাদেশে ইতিমধ্যেই একাধিক জায়গায় সনাতনী হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের বসতি ও ধর্মীয় স্থানে হামলার ঘটনা সামনে এসেছে। এই ঘটনাগুলি নিয়ে বৃহস্পতিবার সংসদে এক বিবৃতিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।
কীর্তিবর্ধন সিংহ কী বললেন
কীর্তিবর্ধন সিংহ বলেছিলেন, “বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দিরে হামলা এবং ভাঙচুরের রিপোর্ট আসছে বিগত কয়েক মাস ধরে। যে ঘটনা নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করছে।“ এরপরেই শুক্রবার আবারও ভারতের বিদেশ মন্ত্রকের মুখ্যপাত্র চিন্ময় কৃষ্ণদাস প্রভুর আইনি অধিকার অক্ষুণ্ণ রাখার নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ভারতের তরফে বিদেশ মন্ত্রকের অবস্থান পরিস্কার করে। এমনকি ভারতের তরফে যে এখনই বাংলাদেশের সাথে বানিজ্য বন্ধ করা হচ্ছে না তাও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।