ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জামিন খারিজ হয়েছে চিন্ময় প্রভুর (Chinmay Krishna)। বিষয়টি দূর্ভাগ্যজনক বলেই মনে করে ইসকনের কলকাতা শাখা। এবার বাংলাদেশ হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন কলকাতার ইসকন শাখার সহ-সভাপতি রাধারমন দাস।
বাংলাদেশে প্রায় দেড় মাস ধরে বন্দি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (Chinmay Krishna)। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার তাঁর জামিন মামলার শুনানি ছিল। বারবার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুনানি হয় চট্টগ্রাম আদালতে। সকাল সোয়া ১০টার দিকে হওয়া শুনানিতে বন্দি সন্ন্যাসীর পক্ষে সওয়াল করেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। তবে নিরাপত্তার দোহাই দিয়ে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে ভারচুয়াল হাজিরায় জামিন শুনানি হয়।
বহু অপেক্ষার পরও ফের খারিজ হয়ে যায়, বাংলাদেশের জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna) জামিনের আবেদন। চট্টগ্রাম আদালত জানিয়ে দিল, রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন। এই রায়কে চ্যালেঞ্জ করে, হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধৃত সন্ন্যাসীর আইনজীবীরা।
আরও পড়ুন: Indian Land Recovered: ভারতীয়দের জমি, অথচ চাষ করতেন বাংলাদেশিরা! ‘যুদ্ধ’ ছাড়াই জমি ফেরাল বাংলাদেশ!
চিন্ময়কাণ্ডে (Chinmay Krishna) বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যে খুব একটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে না তা একেবারেই স্পষ্ট। পড়শি দেশে ভারত-বিদ্বেষ চরমে পৌঁছলেও আপাতত আস্থার বার্তা দিয়েছে দিল্লি। বদলা নয়, বরং কূটনৈতিক বোঝাপড়ায় আগ্রহী সাউথ ব্লক। তবে এদিন চিন্ময়ের জামিন খারিজ হওয়ায় ঘরে চাপ আরও বাড়বে মোদি সরকারের উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তথাকথিত হিন্দু রাষ্ট্রবাদী সরকার কেন ওপার বাংলায় হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, সে প্রশ্ন ক্রমে জোরাল হচ্ছে।