ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরও উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। এবার ইরানকে আক্রমন ইসরায়েলের (Israel Attack Iran)। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-র তরফে জানান হয়েছে যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে “নির্দিষ্ট হামলা” চালিয়েছে তারা। এর আগে তেহরান প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে। এই ঘটনার প্রায় এক মাস পরে ইরানের সামরিক বাহিনী তার জবাব দিয়েছে বলে জানা গিয়েছে।
এক্স মাধ্যমে পোস্ট (Israel Attack Iran)
ইসরায়েলের মন্ত্রক এক্স-এর একটি পোস্টে বলেছে যে সাত অক্টোবর থেকে ইরান এবং তার প্রক্সিদের “নিরলস আক্রমণ” এর প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হচ্ছে। মন্ত্রক তাদের বক্তব্যে আরও যোগ করেছে যে ইসরায়েলের “প্রতিক্রিয়া দেওয়ার অধিকার এবং কর্তব্য” রয়েছে।
আইডিএফ বলেছে যে, “ইরানের সরকার এবং এই অঞ্চলে তার প্রক্সিরা গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের উপর নিরলসভাবে আক্রমণ করছে মোট সাতটি ফ্রন্টে। তার মধ্যে ইরানের মাটি থেকে সরাসরি আক্রমণও রয়েছে”।
আরও পড়ুন: US President Election: দাম্ভিক ট্রাম্প নয়, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে কমলা হ্য়ারিস
তারা আরও জানিয়েছে যে, “বিশ্বের অন্যান্য সার্বভৌম দেশের মতো, ইসরায়েল রাষ্ট্রেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার এবং কর্তব্য রয়েছে”।
আইডিএফ আরও বলেছে যে তার “প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতা সম্পূর্ণরূপে সক্রিয় করা হয়েছে,” এবং এটি “ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলের জনগণকে রক্ষা করার জন্য যা যা করা দরকার তা করবে।”
আরও পড়ুন: বাংলাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ভয় ধরাচ্ছে মৃত্যুর তালিকা!
কী বলছেন রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি (Israel Attack Iran)
এএনআই জানিয়েছে, এই সময়ে জনগণকে দেওয়া নির্দেশাবলীতে কোনও পরিবর্তন নেই, কারণ ইরানে হামলা চালানো হচ্ছে, আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি একটি সংক্ষিপ্ত ভিডিয়ো বিবৃতিতে এই ঘোষণা করেছেন।
এএনআই-এর মতে হ্যাগারি জানিয়েছেন, “আইডিএফ আক্রমণ এবং প্রতিরক্ষায় সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা ইরান এবং এই অঞ্চলে তার প্রক্সিদের কাজ অনুসরণ করছি”।
তিনি আরও বলেছেন, “আমরা হোম ফ্রন্টের পরিস্থিতির একটি ক্রমাগত মূল্যায়ন করছি, এবং এই পর্যায়ে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশে কোনও পরিবর্তন নেই। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং হোম ফ্রন্টের নির্দেশিকা মেনে চলতে হবে।“