ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর বদলা নিতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। আর এই হামলা পাল্টা হামলায় রীতিমত যুদ্ধ পরিস্থিতি মধ্য প্রাচ্যের এই দুই দেশে। তবে ইরানকে পাল্টা জবাব দিতে মার্কিন সাহায্য নিতে চলেছে ইজরায়েল।
সূত্রের খবর, ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পেন্টাগন ইজরায়েলে একটি উন্নত ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা, টার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) মোতায়েন করার ঘোষণা করেছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং এই অঞ্চলে শত্রুতা বৃদ্ধির পর ইজরায়েলের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। THAAD ব্যাটারির পাশাপাশি, সিস্টেমটি পরিচালনার জন্য প্রায় ১০০ মার্কিন সেনাও মোতায়েন করা হচ্ছে।
গত ১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে পেন্টাগনের THAAD সিস্টেম মোতায়েন করার সিদ্ধান্তে আসে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য ডিজাইন করা THAAD ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষার আরও একটি স্তর যোগ করে।
আরও পড়ুন: https://tribetv.in/due-to-a-suicide-attempt-at-sovabazar-sutanuti-station-of-blue-line-at-11-45-hrs/
সম্ভবত ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র হামলা বা আক্রমণ ঠেকাতে এই বিশেষ প্রযুক্তি সহায়তা করবে। ইরান বা তার প্রক্সিদের কাছ থেকে। জানা গিয়েছে, এই THAAD সংক্ষিপ্ত, মাঝারি এবং মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/couple-allegedly-arrested-by-police-due-to-allegation-of-parents-murder-case/
উল্লেখ্য, মার্কিন প্রযুক্তির এই উপস্থিতির উদ্দেশ্য শুধুমাত্র ইজরায়েলকে রক্ষা করা নয়। বরং কৌশলগত সুবিধাও প্রদান করা। কারণ ইজরায়েল এবার ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের কথা ভাবছে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। যার ব্যাপক প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে।