ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জল খেতে গিয়ে প্রাণ হারাল গাজার আরও আট সাধারণ মানুষ। রবিবার সকালে গাজা ভূখণ্ডের একটি অঞ্চলে পানীয় জলের জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা বাহিনী (Israel Defense Forces) (Israel Hamas Conflict)। এই ঘটনায় ৮ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন শিশু। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। এই হামলার পর ইজরায়েলের সামরিক অবস্থান এবং মানবাধিকার রক্ষায় তাদের দায়বদ্ধতা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
কীভাবে ঘটল হামলা? (Israel Hamas Conflict)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজায় একাধিক পরিবার প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে একটি জল সরবরাহ কেন্দ্রে এসেছিলেন (Israel Hamas Conflict)। সেখানে কমপক্ষে ২০ জন শিশু ও ১৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময়েই আকাশ থেকে এসে পড়ে একটি ক্ষেপণাস্ত্র, যার ফলে মুহূর্তে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় মানবদেহ। চোখের সামনে সন্তান হারানো মায়ের আর্তনাদে কেঁপে ওঠে গোটা এলাকা।
আইডিএফ-এর প্রতিক্রিয়া (Israel Hamas Conflict)
ঘটনার পর ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) একটি বিবৃতি দিয়ে জানায়,“একটি যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত লক্ষ্যবস্তুর চেয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। নিশানায় ছিল প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।” তবে আইডিএফ দাবি করেছে, তারা সাধারণ নাগরিকদের ক্ষতি না করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকেই আঘাত করতে চায়, এবং এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য চেষ্টা চলছে।
আরও পড়ুন: Kuno Cheetah Died : ফের নামিবিয়া থেকে আনা চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে! বর্তমানে কুনোতে চিতার সংখ্যা কত?

ক্রমবর্ধমান মানবিক সংকট (Israel Hamas Conflict)
গাজ়া দীর্ঘদিন ধরেই জর্জরিত জল এবং খাদ্যের অভাবে। চলমান যুদ্ধের আবহে জ্বালানি ঘাটতির কারণে জল উত্তোলনকারী পাম্প বন্ধ হয়ে গিয়েছে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। মানুষকে ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হচ্ছে শুধু এক ঘটি জল পাওয়ার আশায়। এই মুহূর্তে গাজায় জীবন রক্ষাকারী মৌলিক প্রয়োজন — জল, খাবার, ওষুধ — সব কিছুরই ভয়াবহ সংকট দেখা দিয়েছে।
অতীতেও এমন ঘটনা (Israel Hamas Conflict)
এই হামলার আগে জাতিসংঘের ত্রাণ ট্রাক থেকে খাবার নেওয়ার লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইজরায়েলি সেনার বিরুদ্ধে। সেই ঘটনায় বহু মানুষ মারা যান, আহত হন অনেকে। এবার ফের জল নেওয়ার লাইনে শিশুদের মৃত্যুতে ইজরায়েলি সেনার ভূমিকা নিয়ে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে।

যুদ্ধবিরতির আলোচনার মাঝেই অব্যাহত হামলা (Israel Hamas Conflict)
এই ঘটনার সময়েই আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। কিন্তু আলোচনা চলার মাঝেই গাজর বিভিন্ন অংশে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেল আভিভ। বৃহস্পতিবার গাজ়ায় ইজরায়েলি হামলায় মারা গিয়েছেন ৭৪ জন প্যালেস্টাইনি নাগরিক।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া? (Israel Hamas Conflict)
- মানবাধিকার সংস্থাগুলি একে স্পষ্ট War Crime হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে।
- জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও হিউম্যান রাইটস ওয়াচ-এর মতো সংস্থাগুলি ঘটনার তদন্ত দাবি করেছে।
- আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই মনে করছেন, “শিশুদের লক্ষ্য করে হামলা নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা কোনও বিলাসিতা নয় — এটা দায়িত্ব।”
গাজায় সংঘর্ষের মূল লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হলেও এর সবচেয়ে বড় শিকার হচ্ছে নিরস্ত্র সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা। যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ না হলে, এই মানবিক বিপর্যয় আরও তীব্রতর হবে(Israel Hamas Conflict)।পানীয় জল সংগ্রহ করতে গিয়েও যদি প্রাণ হারাতে হয়, তা হলে যুদ্ধের সীমারেখা কোথায়, সে প্রশ্ন এখন বিশ্বজুড়ে মানবতার কাছে।