ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যুদ্ধবিধ্বস্ত গাজার রাস্তায় সম্প্রতি শত শত প্যালেস্টিনি (Israel-Hamas Conflict) নেমে এসেছেন। তাদের কণ্ঠে ওঠে হামাস বিরোধী সুর।
আতঙ্কের ছায়া (Israel-Hamas Conflict)
গত ১৮ মার্চ থেকে ইজ়রায়েলি হামলার ফলে গাজা উত্তপ্ত (Israel-Hamas Conflict) হয়ে উঠেছে, বিশেষত উত্তর গাজায় একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। পরিস্থিতির চাপে গাজার বাসিন্দাদের মনে আতঙ্কের ছায়া।
বিক্ষোভ প্যালেস্টিনিদের
মঙ্গলবার রাতে বেইত লাহিয়ার রাস্তায় বিক্ষোভ করতে (Israel-Hamas Conflict) দেখা যায় কয়েকশো প্যালেস্টিনিকে। তাঁরা স্লোগান দেন, “যুদ্ধ বন্ধ করো”, “আমরা শান্তিতে থাকতে চাই”। তাঁদের মধ্যে অনেকেই হামাসের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের স্লোগান ছিল, “হামাস দূর হটো”।
বিক্ষোভকারীদের উপর হামলা
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামাস এই বিক্ষোভ বন্ধ করার চেষ্টা করেছে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে লাঠি দিয়ে হামলা চালানো হয়েছে। তবে বিক্ষোভের মূল উদ্দেশ্য স্পষ্ট নয়। এক বিক্ষোভকারী জানান, তিনি সমাজ মাধ্যমের দ্বারা খবর পেয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধের অবসান চান।
ক্লান্ত প্যালেস্টাইন
২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইজ়রায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘর্ষে প্যালেস্টিনিরা বারবার ক্লান্তি প্রকাশ করেছে। গত জানুয়ারিতে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইজ়রায়েলি হামলা আবার শুরু হয়েছে, যা প্যালেস্টিনিদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। তাঁদের দাবি, হামাসের গাজা ত্যাগ করা উচিত, যাতে শান্তি ফিরে আসতে পারে।