Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসকে ঘিরে ফের যুদ্ধ পরিস্থিতি তীব্রতর (Israel Hamas Conflict)। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্জ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সোমবার থেকেই গাজা শহরে আছড়ে পড়তে চলেছে এক প্রবল ‘হ্যারিকেন ঝড়’। তাঁর কথায়, ‘‘এবার সব সন্ত্রাসবাদীর ঘরের ছাদ উড়ে যাবে।’’ আসলে গাজা ভূখণ্ডে হামাসের ঘাঁটি লক্ষ্য করে বড়সড় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি সেনা (Israel Defense Forces)। সেই আসন্ন হামলাকেই ঝড়ের সঙ্গে তুলনা করেছেন তিনি।
“শেষ সতর্কবার্তা” বললেন প্রতিরক্ষামন্ত্রী (Israel Hamas Conflict)
হামাসের প্রতি সরাসরি বার্তা দিয়ে কাট্জ বলেছেন, ‘‘খুনি এবং ধর্ষক হামাসের জন্য এটাই শেষ সতর্কবার্তা(Israel Hamas Conflict)। তোমাদের নেতারা যারা গাজায় রয়েছে কিংবা বিদেশের বিলাসবহুল হোটেলে বসে রয়েছেন, এই সতর্কবার্তা তাদের জন্যও প্রযোজ্য।’’ তিনি আরও দাবি করেন, ‘‘বন্দিদের অবিলম্বে মুক্তি দাও এবং অস্ত্র নামিয়ে রাখো। না হলে গাজা ধ্বংস হয়ে যাবে আর হামাস বিলুপ্ত হয়ে যাবে।’’
গাজায় বোমাবর্ষণ অব্যাহত(Israel Hamas Conflict)
গত কয়েক দিন ধরে গাজায় হামলা ক্রমশ তীব্র করেছে ইজরায়েল(Israel Hamas Conflict)। একের পর এক বহুতল ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। শনিবারের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। শুধু তাই নয়, ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া সাধারণ প্যালেস্টাইনিরাও রেহাই পাচ্ছেন না। এই বোমাবর্ষণকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন : Calcutta High Court : ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্র নিয়ে মামলায় তথ্যের অভাবে মামলা খারিজ হাইকোর্টের
বন্দিদের মুক্তি নিয়ে টানাপড়েন (Israel Hamas Conflict)
হামাস সম্প্রতি দুই ইজরায়েলি বন্দির ভিডিয়ো প্রকাশ করে চাপ বাড়িয়েছে। ভিডিয়োয় গাই গিবোলা-দালাল এবং আলোন ওহেল নামের দুই বন্দিকে দেখা যায়। গিবোলা-দালালকে বিধ্বস্ত অবস্থায় দেশের সেনাকে অনুরোধ করতে শোনা যায়, যাতে গাজায় হামলা বন্ধ হয়। হামাসের দাবি, এখনও তাদের হাতে ৪৮ জন ইজরায়েলি বন্দি রয়েছে। তবে ইজ়রায়েল নিশ্চিত যে, তাদের মধ্যে কেবল ২০ জন জীবিত।
আরও পড়ুন : Nepal Gen Z Protest : নেপালে চালু রয়েছে চিনা অ্যাপ টিকটক, উইটক! কিন্তু কেন বন্ধ ইউটিউব-ফেসবুক ?
নতুন হামলার ইঙ্গিত
সোমবার প্রতিরক্ষামন্ত্রী কাট্জ স্পষ্ট করে দিয়েছেন, হামাসকে শোচনীয়ভাবে পরাস্ত করার জন্য ইজরায়েলি সেনা প্রস্তুত(Israel Hamas Conflict)। তবে কীভাবে বা কোন কৌশলে তা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি বা নেতানিয়াহুর সরকার। শুধু ইঙ্গিত মিলেছে, যদি বন্দিদের মুক্তি না দেওয়া হয়, তবে সোমবার থেকেই গাজ়ায় জোরদার সামরিক হামলা শুরু হবে।