ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গাজা সীমান্তে চলমান সংঘর্ষের মাঝে এক অভাবনীয় ভুল করে বসল ইজরায়েলি বিমানবাহিনী (Israel Hamas Conflict)। বুধবার সকালে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিজেদেরই ইহুদি বসতিতে বোমা ফেলল যুদ্ধবিমান। এই ‘সেমসাইড’ ঘটনার পর সমালোচনার ঝড় উঠলেও ইজরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) একে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে দায় ঝেড়ে ফেলেছে। গাজার সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইজরায়েলের ইতজ়াক এলাকায় এই বিস্ফোরণ ঘটে। আশ্চর্যের বিষয়, এই ঘটনাটি ঘটেছে ঠিক সেদিনই যেদিন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) গাজা সফরে গিয়েছিলেন।
হামাসের উপর চাপ (Israel Hamas Conflict)
এই ঘটনার পরেই প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ ঘোষণা করেন, গাজায় আশ্রয় নেওয়া সাধারণ প্যালেস্টাইনিদের জন্য কোনও মানবিক সহায়তা আর পাঠানো হবে না। তাঁর দাবি, হামাসের উপর চাপ বাড়ানোর জন্যই এই পদক্ষেপ। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণে রাখার নির্দেশও দিয়েছেন, যাতে অপ্রত্যাশিত পরিস্থিতি আরও জটিল না হয়ে ওঠে।
রাফায় বহু প্যালেস্টাইনি (Israel Hamas Conflict)
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর গাজায় প্রবেশ করে ইজরায়েলি বাহিনী (Israel Hamas Conflict)। একে একে উত্তর, মধ্য এবং দক্ষিণ গাজায় অভিযান চালিয়ে বহু ঘরবাড়ি, হাসপাতাল এবং অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়। বর্তমানে নেতানিয়াহুর লক্ষ্য গাজার দক্ষিণ প্রান্তের রাফা অঞ্চল, যেখানে এখনও বহু প্যালেস্টাইনি আশ্রয় নিয়েছেন। রাফায় হামলা শুরু হলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

নতুন যুদ্ধবিরতির প্রস্তাব (Israel Hamas Conflict)
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইজরায়েল নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে (Israel Hamas Conflict)। এই প্রস্তাব অনুযায়ী, হামাস যদি অন্তত ১০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেয়, তবে ইজরায়েল পক্ষ কয়েকশো প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেবে এবং ৪৫ দিনের জন্য গাজায় হামলা বন্ধ রাখবে। হামাসের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। তারা জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনে তারা আমেরিকান-ইজরায়েলি নাগরিক ইদান আলেকজান্ডারকে ‘বিশেষ সম্মান’ জানিয়ে মুক্তি দেবে। এরপর আরও নয়জন ইজরায়েলি পণবন্দিকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে।

আরও পড়ুন: US Military AirBase : ভারত মহাসাগর কাঁপাচ্ছে মার্কিন বোমারু জেট! ড্রাগেনের আগ্রাসন রুখতে পদক্ষেপ?
ইজরায়েলের একতরফা আক্রমণ (Israel Hamas Conflict)
এই বন্দি বিনিময়ের অংশ হিসেবে ১২০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আটক ১,১০০ জন প্যালেস্টাইনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে (Israel Hamas Conflict)। কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় আগেও একবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল জানুয়ারি মাসে, তবে তা মার্চের শুরুতেই ইজরায়েলের একতরফা আক্রমণের ফলে ভেঙে যায়।বর্তমানে, যুদ্ধবিরতির প্রস্তাব চলমান থাকলেও মাটিতে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। গাজায় হামলা এখনও জারি রয়েছে, এবং মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সংঘর্ষ যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদি মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হবে।