Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ গাজার খান ইউনিসে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)-এর সেনাশিবিরে আকস্মিক হামলা চালাল হামাস(Israel Palestine Conflict)। বুধবার সকাল ৯টা নাগাদ সুড়ঙ্গপথে উঠে আসা অন্তত ১৮ জন সশস্ত্র যোদ্ধা এই হামলা চালায় বলে দাবি করেছে ইজরায়েল। আইডিএফ জানিয়েছে, হামলায় তিন সেনা আহত হয়েছেন, পাল্টা অভিযানে অন্তত ১০ জন হামাস যোদ্ধার মৃত্যু হয়েছে। বাকিরা পালিয়ে যায়। ঘটনাটি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক জুড়ে।
সুড়ঙ্গপথে ঢুকে হামলা (Israel Palestine Conflict)
আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, বুধবার সকালে সুড়ঙ্গ থেকে বেরিয়ে সেনাশিবিরে হামলা চালানোর চেষ্টা করে হামাসের যোদ্ধারা(Israel Palestine Conflict)। তাঁদের হাতে ছিল মেশিনগান ও রকেট-চালিত গ্রেনেড (আরপিজি)। ইজরায়েলি সেনাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল সেনা অপহরণ। তবে কাফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়ন দ্রুত প্রতিরোধ গড়ে তুলে হামলাটি ভেস্তে দেয়।
প্রাণহানি ও পাল্টা দাবি (Israel Palestine Conflict)
আইডিএফ জানিয়েছে, ঘটনাস্থলেই মারা গেছে অন্তত ১০ জন বন্দুকধারী। হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। তাদের দাবি, শুধু গুলি নয়, আত্মঘাতী বোমা হামলাও চালানো হয়েছে, যাতে একাধিক ইজরায়েলি সেনা নিহত হয়েছেন। তবে ইজরায়েল আনুষ্ঠানিকভাবে সেনাহানির বিষয়টি স্বীকার করেনি।

নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি (Israel Palestine Conflict)
হামলার কয়েক ঘণ্টা পরেই আন্তর্জাতিক সমালোচনাকে অগ্রাহ্য করে ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের কেন্দ্রস্থলে ৩,৪০০ নতুন আবাসনের অনুমোদন দিয়েছে। বহু বছর ধরে আটকে থাকা পূর্ব জেরুসালেম সংলগ্ন ‘ই-১ বসতি প্রকল্পে’ সবুজ সংকেত মেলায় উত্তেজনা আরও বেড়েছে।
ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সাফ জানিয়ে দিয়েছেন, “শীঘ্রই প্যালেস্টাইন রাষ্ট্রের ধারণা পৃথিবী থেকে মুছে ফেলা হবে।” একইসঙ্গে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুও জানিয়েছেন, গাজ়া দখলের পরিকল্পনা থেকে সরে আসেনি তেল আভিভ।

সেনা মোতায়েনের প্রস্তুতি (Israel Palestine Conflict)
আইডিএফ-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে অতিরিক্ত ৫০,০০০ সেনা গাজা ও তার আশপাশে মোতায়েন করা হবে। শহরের প্রান্তে ইতিমধ্যেই সেনা সংখ্যা বাড়ানো হয়েছে(Israel Palestine Conflict)।
খান ইউনিসে হামাসের এই আকস্মিক হামলা এবং ওয়েস্ট ব্যাঙ্কে নতুন বসতি স্থাপনের অনুমোদন-দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে উঠছে। একদিকে হামাসের সশস্ত্র প্রতিরোধ, অন্যদিকে ইজরায়েলের দখলদারি কৌশল-এ লড়াইয়ে।হামলার কয়েক ঘণ্টা পরেই আন্তর্জাতিক সমালোচনাকে অগ্রাহ্য করে ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের কেন্দ্রস্থলে ৩,৪০০ নতুন আবাসনের অনুমোদন দিয়েছে। বহু বছর ধরে আটকে থাকা পূর্ব জেরুসালেম সংলগ্ন ‘ই-১ বসতি প্রকল্পে’ সবুজ সংকেত মেলায় উত্তেজনা আরও বেড়েছে।