ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি বোমাবর্ষণে সম্ভবত মৃত্যু হয়েছে হামাসের বর্তমান শীর্ষনেতা মহম্মদ সিনওয়ারের (Israel Palestine Conflict)। বুধবার জেরুজ়ালেমে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এখনো পর্যন্ত এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি হামাস কিংবা কোনও নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা, ফলে ঘটনাটি ঘিরে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
নেতানিয়াহুর বক্তব্য, ‘শীর্ষ খুনিরা খতম’ (Israel Palestine Conflict)
বুধবার নেতানিয়াহু (Benjamin Netanyahu) বলেন, “আমরা ইতিমধ্যে হাজার হাজার জঙ্গিকে খতম করেছি (Israel Palestine Conflict)। হামাসের খুনি নেতারা— মোহাম্মদ দেইফ, ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার— এরা কেউই রেহাই পায়নি। আর এখন তো শোনা যাচ্ছে, মহম্মদ সিনওয়ারও আর নেই।” উল্লেখ্য, ইজ়রায়েলি দাবি অনুযায়ী, শনিবার রাতে দক্ষিণ গাজ়ার খান ইউনিসের একটি হাসপাতালে বিমান হানায় নিহত হন মহম্মদ সিনওয়ার। ইজ়রায়েলি হানায় সেই রাতে ১০০-র বেশি সাধারণ মানুষেরও মৃত্যু হয়। এরপর থেকেই আরব ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জল্পনা শুরু হয় যে হামলায় মারা গেছেন হামাসের বর্তমান প্রধান মহম্মদ সিনওয়ার। যদিও ইজ়রায়েল এত দিন পর্যন্ত সরকারি ভাবে এই বিষয়ে কিছু বলেনি।
কে এই মহম্মদ সিনওয়ার? (Israel Palestine Conflict)
মহম্মদ সিনওয়ার হলেন হামাসের প্রাক্তন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই (Israel Palestine Conflict)। গত বছরের অক্টোবরে ইজ়রায়েলের সঙ্গে সংঘর্ষের শুরু থেকেই ইয়াহিয়ার মৃত্যুর খবর সামনে আসে। তাঁর মৃত্যুর পরই মহম্মদ হামাসের নেতৃত্বে উঠে আসেন বলে সূত্রের দাবি। পরিবারের ইতিহাস অনুযায়ী, মহম্মদের অপর ভাই জ়াকারিয়া আল-সিনওয়ারের মৃত্যুর খবরও গত মাসে ছড়িয়েছিল। তবে পরে জানা যায়, তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এমনকি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা বুঝতে পারেন, তিনি এখনও জীবিত। ওই ঘটনার জেরে এবার মহম্মদের মৃত্যু নিয়েও সংশয় তৈরি হয়েছে।

হামাসের তরফে নীরবতা (Israel Palestine Conflict)
যদিও ইজ়রায়েলি প্রধানমন্ত্রী মুখ খুলেছেন, কিন্তু এখনও পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি(Israel Palestine Conflict) । তাঁদের তরফে কোনও বিবৃতি না আসায় সংশয় আরও গভীর হয়েছে। একাংশের মতে, যদি মহম্মদ সত্যিই নিহত হয়ে থাকেন, তবে হামাস তাৎক্ষণিক ভাবে তা জানিয়ে প্রতিক্রিয়া দিত— ঠিক যেমন অতীতে তারা করেছে।

আরও পড়ুন: Encounter in Jammu and Kashmir : কিস্তওয়ারে নিরাপত্তাবাহিনী সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের!
ধোঁয়াশার মেঘে যুদ্ধকৌশল? (Israel Palestine Conflict)
বিশ্লেষকদের মতে, হামাস নেতৃত্বের মৃত্যু বা বেঁচে থাকার মতো তথ্য ইজ়রায়েল এবং হামাস উভয়ের কৌশলগত ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ (Israel Palestine Conflict)। সিনওয়ারের মৃত্যুর খবর ইজ়রায়েলের জয়ের বার্তা প্রচারে ব্যবহৃত হতে পারে, আবার হামাস যদি এই খবর ‘ভুয়ো’ বলে প্রচার করে, তবে তা সমর্থকদের মনোবল রক্ষার কৌশলও হতে পারে। গাজ়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মহম্মদ সিনওয়ারের সম্ভাব্য মৃত্যু একটি বড় মোড় আনতে পারে। তবে হামাসের তরফে কোনও নিশ্চিত প্রতিক্রিয়া না আসা পর্যন্ত এই খবরকে ‘আংশিক সম্ভাব্য’ হিসেবেই ধরতে হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।