ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গাজার সংঘাতের মধ্যে এবার সরাসরি সাংবাদিকদের নিশানা বানাল ইজরায়েলি সেনা (Israel Defense Forces)(Israel Strike On Journalists)। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রবিবার রাতে গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের একটি তাঁবুতে বোমা হামলা চালানো হয়। এতে আল জাজিরার পাঁচ সাংবাদিক সহ মোট সাতজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন—আনাস আল-শরিফ, মহম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নৌফল।
মৃত্যুর আগে তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট (Israel Strike On Journalists)
মাত্র ২৮ বছরের আনাস দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে সংবাদ পাঠাতেন(Israel Strike On Journalists)। পশ্চিম এশিয়ার সাংবাদিক মহলে তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। মৃত্যুর আগে তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া শেষ বার্তায় লেখা ছিল—“যদি আমার এই কথাগুলো তোমাদের কানে পৌঁছোয়, জেনে রেখো, ইজরায়েল আমাকে মেরে ফেলেছে এবং আমার কণ্ঠরোধ করতে সক্ষম হয়েছে।” খবর পড়তে গিয়ে নিজেও কান্না সামলাতে পারেননি আল জাজিরার এক সঞ্চালক।
আইডিএফ-এর দাবি সাংবাদিক নন, হামাসের নেতা (Israel Strike On Journalists)
আল জাজিরার বিবৃতিতে ঘটনার নিন্দা জানানো হলেও, আইডিএফ সরাসরি স্বীকার করেছে যে তারা এই হামলা চালিয়েছে(Israel Strike On Journalists)। তাদের দাবি, আনাস আল-শরিফ একজন ‘হামাস জঙ্গি’ ছিলেন এবং হামাসের সামরিক শাখার প্রধান পদে থেকে ইজরায়েলি সেনা ও সাধারণ নাগরিকদের উপর হামলায় নেতৃত্ব দিতেন। আইডিএফ জানায়, গাজা থেকে পাওয়া গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ তালিকা এবং বেতনের নথি পর্যালোচনা করে আনাসের হামাস যোগ নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: Chetak and Cheetah Helicopter : চিতা ও চেতকের অবসান, সেনার জন্য আসছে ২০০ নতুন হেলিকপ্টার
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় (Israel Strike On Journalists)
সাংবাদিকদের উপর এই হামলার তীব্র নিন্দা করেছে বিশ্বের নানা প্রান্তের সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থা(Israel Strike On Journalists)। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেস ক্লাব’ থেকে আনাসের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। অস্ট্রেলিয়া সরাসরি নিন্দা জানিয়ে জানিয়েছে, তারা আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিসের ঘোষণা অনুসারে, এই সিদ্ধান্ত গাজার পরিস্থিতি ও ফিলিস্তিনি জনগণের অধিকার সমর্থনের অংশ।
আরও পড়ুন: Salim Pistol : নেপাল থেকে ধরা পড়ল ভারতের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সেলিম পিস্তল!
সাংবাদিক পেশায় ঝুঁকি ও চলমান বিতর্ক (Israel Strike On Journalists)
গাজা সংঘাতে সাংবাদিকদের উপর হামলা কোনো নতুন বিষয় নয়, তবে একসাথে এতজন সংবাদকর্মীর মৃত্যু বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। আল জাজিরা বলছে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। অন্যদিকে ইজরায়েলি সেনার দাবি সাংবাদিক পরিচয়ের আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।