ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার সক্রিয় মধ্যস্থতার ফলে অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল এবং সিরিয়া(Israel Syria Ceasefire)। শনিবার এক্স-এ পোস্ট করে এই খবর জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। তিনি লিখেছেন,“আমরা দ্রুজ এবং বেদুইন সুন্নিদের অস্ত্র সংবরণের আহ্বান জানাচ্ছি। এখন সময় এসেছে প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর একটি ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার।”
দ্রুজ-বেদুইন সংঘর্ষে তিন শতাধিক মৃত্যু (Israel Syria Ceasefire)
গত এক সপ্তাহে সিরিয়ায় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় এবং সরকারি মদতপুষ্ট সুন্নি বেদুইন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে(Israel Syria Ceasefire)। এই অশান্ত পরিস্থিতি প্রশমনের জন্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) টম বারাককে সিরিয়ায় বিশেষ দূতের দায়িত্ব দিয়েছিলেন।
দ্রুজদের পাশে দাঁড়িয়ে সিরিয়ার রাজধানী দামাস্কাস-সহ বিভিন্ন শহরে ইজ়রায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতি আরও জটিল করে তোলে। টম বারাক জানিয়েছেন, এই শান্তি প্রক্রিয়ায় লেবানন, তুরস্ক ও জর্ডনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সুয়েইদায় নতুন করে সহিংসতা (Israel Syria Ceasefire)
গত বৃহস্পতিবার সিরিয়ার অন্তর্বর্তী সেনার মদতে সুয়েইদা প্রদেশের দ্রুজ বসতিতে নতুন করে হামলা চালায় বেদুইন সুন্নি জঙ্গিরা(Israel Syria Ceasefire)। এর পরেই তুরস্কে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জরুরি তৎপরতা শুরু করেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে শিয়া শাসক বাশার আল-আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করে সুন্নি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্র ‘জইশ আল-ইজ্জা’। তার পর থেকেই শিয়া, দ্রুজ এবং কুর্দ সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠছে ধারাবাহিক ভাবে।
ইজরায়েলের পাল্টা হামলা (Israel Syria Ceasefire)
গত রবিবার রাতে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে বেদুইন সুন্নি সশস্ত্র বাহিনী সরকারি সেনার সঙ্গে মিলে দ্রুজ সম্প্রদায়ের জনবসতিতে হামলা চালায়। প্রত্যাঘাত করে দ্রুজ মিলিশিয়া বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন যোদ্ধা ও সাধারণ মানুষ নিহত হন। এর পর বুধবার দামাস্কাস ও আশপাশের এলাকায় ইজরায়েলি যুদ্ধবিমানের হামলা পরিস্থিতি আরও ঘোরালো করে তোলে।

আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজায় ইজরায়েলের ধ্বংসযজ্ঞ! আন্তর্জাতিক মহলে যুদ্ধাপরাধের অভিযোগ
অন্তর্বর্তী সরকারের চেষ্টা (Israel Syria Ceasefire)
চলতি সপ্তাহের শুরুতে আমেরিকা, তুরস্ক ও আরব দেশগুলির মধ্যস্থতায় সুয়েইদায় যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শরা। তিনি সুয়েইদা প্রদেশ থেকে সেনা প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই সুন্নি জঙ্গিরা পুনরায় হামলা শুরু করায় উত্তেজনা চরমে পৌঁছেছিল।

আরও পড়ুন: Martian Meteorite : সাহারার বুকে পাওয়া মঙ্গলগ্রহের উল্কাপিণ্ডের নিলাম, বিক্রি হল ৫৩ লক্ষ ডলারে!
ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে? (Israel Syria Ceasefire)
বিশ্লেষকদের মতে, ইজরায়েল এবং সিরিয়ার মধ্যে এই সংঘর্ষবিরতি অস্থায়ী সমাধান মাত্র(Israel Syria Ceasefire)। দ্রুজ, শিয়া ও কুর্দ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হলে এবং বেদুইন সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলির নিরস্ত্রীকরণ না হলে যে কোনও সময় পরিস্থিতি আবার অগ্নিগর্ভ হতে পারে।