Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গাজা ভূখণ্ডে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। প্যালেস্টাইনপন্থী (Israeli Military Expand)সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করতে এবার স্থলপথে অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনা। বহু মাস ধরেই গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলা হলেও, বাস্তবে হাজার হাজার মানুষ এলাকা ছাড়তে পারছেন না। একদিকে বোমাবর্ষণ, অন্যদিকে অচল পরিবহণ ব্যবস্থা—দ্বিগুণ চাপের মুখে পড়েছেন সাধারণ মানুষ।
রাতভর হামলা, বাড়ছে মৃত্যু (Israeli Military Expand)
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ইজরায়েলি সেনার (Israel Defense Forces) হানায় গাজা শহরে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে(Israeli Military Expand)। মধ্য গাজায় প্রাণ হারিয়েছেন আরও চার জন। বহুতল আবাসন একের পর এক ধূলিসাৎ হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণে আশ্রয় নেওয়ার মতো জায়গাও প্রায় নেই। ফলে অনেকেই ইজরায়েলি বাহিনীর নির্দেশ সত্ত্বেও শহর ছাড়তে পারছেন না।
নেতানিয়াহুর স্পষ্ট বার্তা (Israeli Military Expand)
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন, গাজায় আরও জোরালো অভিযান চালানো হবে(Israeli Military Expand)। মঙ্গলবার সকালে সরকারের আরবি ভাষার মুখপাত্র আভিচে আদ্রে সামাজিক মাধ্যমে বলেন, “অভিযান আরও প্রসারিত হচ্ছে।” রাষ্ট্রপুঞ্জের হিসেবে, গত ২২ মাসে গাজার ৮৫ শতাংশ এলাকা দখলে নিয়েছে ইজরায়েল। বাকি অংশও দখল করার ইচ্ছা নেতানিয়াহুর দীর্ঘদিনের।

আরও পড়ুন : Sharif Meet With Trump : চলতি মাসেই ট্রাম্প-শরিফ বৈঠকের জল্পনা! কোন কোন বিষয়ে আলোচনা ?
আন্তর্জাতিক মহলে সমালোচনা
ইজরায়েলের হামলায় সাধারণ মানুষের মৃত্যু হওয়ায় আন্তর্জাতিক মহল বারবার উদ্বেগ প্রকাশ করেছে(Israeli Military Expand)। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একাধিকবার জবাবদিহি করতে হয়েছে নেতানিয়াহুর প্রশাসনকে। তবুও অভিযান থেমে থাকেনি। সমালোচকরা বলছেন, ইজ়রায়েল আন্তর্জাতিক আইন ও মানবিকতার তোয়াক্কা না করেই সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট, গণহত্যা সংঘটিত
জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি অনুসন্ধানী কমিশন মঙ্গলবার তাদের প্রথম রিপোর্ট জমা দিয়েছে(Israeli Military Expand)। ৭২ পাতার ওই রিপোর্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, গাজ়ায় প্যালেস্টাইনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইজরায়েল। শুধু তাই নয়, ইজরায়েলের শীর্ষ নেতৃত্বকেই এই গণহত্যায় ইন্ধন দেওয়ার অভিযোগে দায়ী করা হয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন শুরু হয়েছে।
অচলাবস্থায় গাজাবাসী(Israeli Military Expand)
গাজার মানুষ এখন চরম অনিশ্চয়তার মুখে। দক্ষিণে সীমিত জায়গায় হাজার হাজার মানুষের ভিড়, খাদ্য ও চিকিৎসার ঘাটতি, পরিবহণের ব্যয়বহুলতা—সব মিলিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটছে। ইজ়রায়েলের বোমাবর্ষণ থামছে না, আর পালানোর পথও কার্যত বন্ধ।
ভবিষ্যতের আশঙ্কা
বিশ্লেষকরা মনে করছেন, ইজরায়েলের সামরিক কৌশল শুধু হামাস নয়, সমগ্র গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে আরও বড় মানবিক সংকট তৈরি করবে। আন্তর্জাতিক চাপ কতটা কার্যকর হবে, তা এখন সময়ই বলবে।