Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আয়কর রিটার্ন (ITR Filing) দাখিলের সময়সীমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভুয়ো খবরে বিভ্রান্ত বহু করদাতা। এমন সময় আয়কর দফতর নিজেই একটি অফিসিয়াল পোস্ট করে জানিয়ে দিল, চলতি অর্থবর্ষে রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ানো হয়নি। অর্থাৎ, আজ, ১৫ সেপ্টেম্বরই অডিটের আওতার বাইরে থাকা করদাতাদের জন্য আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন।
এই অবস্থায় বহু মানুষ প্রশ্ন করছেন-যদি কেউ আজকের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে কী হবে? দেরিতে রিটার্ন দাখিলের সুযোগ কি থাকবে? থাকলে তার নিয়মকানুনই বা কী? আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, সময়সীমা মিস করলেও আইটিআর দাখিল করা যায়, তবে তার সঙ্গে জুড়ে থাকে একাধিক জরিমানা ও বিধিনিষেধ।
কী ধরনের জরিমানা ধার্য হতে পারে? (ITR Filing)
যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না (ITR Filing) করেন, তবে আয়কর আইনের 234F ধারা অনুযায়ী জরিমানা দিতে হতে পারে।
- মোট আয় ৫ লক্ষ টাকার বেশি হলে জরিমানা হতে পারে ৫,০০০ টাকা পর্যন্ত।
- মোট আয় ৫ লক্ষ টাকার কম হলে জরিমানা হবে ১,০০০ টাকা।

এর পাশাপাশি, বকেয়া করের ওপর 234A ধারায় সুদও দিতে হবে। সাধারণত প্রতি মাসে ১% হারে সুদ ধার্য হয়, যা নির্ধারিত সময়সীমা পেরিয়ে রিটার্ন ফাইলের দিন পর্যন্ত গণনা করা হয়।
কী কী সুবিধা থেকে বঞ্চিত হবেন? (ITR Filing)
সবচেয়ে বড় অসুবিধাটি হল, দেরিতে রিটার্ন দাখিল (ITR Filing) করলে আপনি কোনো রকম ট্যাক্স ছাড় বা ব্য়বসায়িক ক্ষতির সমন্বয় (set off) করার সুযোগ হারাবেন। আয়কর আইনের ১৩৯(১) ধারা অনুযায়ী, সময়মতো ITR না ফাইল করলে পূর্ববর্তী বছরের ব্যবসায়িক ক্ষতি, মূলধনী ক্ষতি ইত্যাদি ভবিষ্যতের সঙ্গে ব্যালেন্স করা যাবে না। এর ফলে ভবিষ্যতে কর সাশ্রয়ের বড় একটি সুযোগ চলে যাবে।
আরও পড়ুন: WB Weekly Weather Report: আকাশের মুখভার, বিশ্বকর্মা পুজোয় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা!
দেরিতে রিটার্ন দাখিলের শেষ তারিখ
যাঁরা আজ, অর্থাৎ ১৫ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না, তাঁদের জন্য এখনও একটি বিকল্প রয়েছে। দেরিতে হলেও ITR ফাইল করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তবে মনে রাখতে হবে, তার পরে সেই নির্দিষ্ট মূল্যায়ন বছরের জন্য আর রিটার্ন ফাইল করা যাবে না।
আরও পড়ুন: Kolkata Metro Rail: ব্লু লাইনে বিদ্যুৎ বিভ্রাট! আবারও ক্ষণিকের জন্য বন্ধ মেট্রো
সুতরাং, যাঁরা এখনও পর্যন্ত ITR ফাইল করেননি, তাঁদের জন্য আজই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সময় মতো রিটার্ন দাখিল না করলে কেবলমাত্র জরিমানা নয়, ক্ষতির মুখে পড়তে হতে পারে।