ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ের পরে কাশ্মীরের বারামুলায় শুক্রবার সকালেও অনুসন্ধান অভিযান চলেছে বলে জানা গিয়েছে (J&K terror attack)। এক ভারতীয় সেনাকর্তা জানিয়েছেন, “দুই জন ভারতীয় সৈন্য এবং দুই জন সাধারন নাগরিক পোর্টার বারামুলায় একটি সামরিক গাড়িতে সন্ত্রাসবাদীদের হামলার ঘটনায় নিহত হয়েছেন। এছাড়াও একজন সৈন্য এবং একজন পোর্টার আহত হয়ে চিকিৎসাধীন”।
এক্স মাধ্যমে একটি পোস্টে, শ্রীনগরে উপস্থিত চিনার কর্পস জানিয়েছে, “বারামুলার বুটাপাথরি এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে একটি সংক্ষিপ্ত গুলির লড়াই হয়েছে। গুলির লড়াইয়ের সময়ে, দুইজন সেনা এবং দুইজন পোর্টার আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে”।
একই দিনে, অন্য একটি ঘটনায় বৃহস্পতিবার, সন্ত্রাসবাদীরা পুলওয়ামা জেলার বাটগুন্ড ত্রাল এলাকায় একজন শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় প্রীতম সিং নামের ওই শ্রমিক আহত হন। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Ratan Tata’s will: পোষ্য টিটো-র আজীবন ভরণপোষণ! জেনে নিন আর কী রয়েছে রতন টাটার উইলে
এর আগে রবিবার, গান্ডেরবাল জেলার শ্রীনগর-লে জাতীয় মহাসড়কে সন্ত্রাসবাদীরা একটি টানেল নির্মাণের জায়গায় হামলা চালায়। সেই ঘটনায় একজন ডাক্তার এবং ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হন।
গুলমার্গ সন্ত্রাসবাদী হামলা: এলওসি বরাবর চিরুনি অভিযান শুরু সেনাবাহিনীর
অন্যদিকে, নিরাপত্তা বাহিনী শুক্রবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গ সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একটি বিশাল অনুসন্ধান অভিযান শুরু করে। এই এলাকায় সন্ত্রাসবাদী হামলার পরে দুই সেনাসহ চারজন নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নিয়ন্ত্রণরেখা বরাবর এবং হামলার স্থানের কাছাকাছি এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়েছে। এবং একই সঙ্গে হামলা যে জায়গায় হয়েছে তার আশপাশের রুটগুলো সিল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
শহীদদের শ্রদ্ধা জানালেন এলজি
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, মনোজ সিনহা শুক্রবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গের বোটাপাথরি এলাকায় জঙ্গি হামলায় নিহত সৈন্য ও পোর্টারদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আরও পড়ুন: Modi-Xi Meeting: মুখমুখি মোদী-শি! কী হল বৈঠকে?
পুষ্পস্তবক দিয়ে আরএফএন জীবন সিং, আরএফএন কায়সার আহমদ শাহ এবং ডিফেন্স পোর্টার মুশতাক আহমদ চৌধুরী এবং জহুর আহমদ মিরকে শ্রদ্ধা জানান সিনহা।
এলজি অফিস এক্স-এ পোস্ট করে লিখেছে, “সাহসী সৈনিক এবং ডিফেন্স পোর্টারদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে যারা ২৪ অক্টোবর, ২০২৪-এ বুটাপাথরি সেক্টরে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। ভারত তাদের নিঃস্বার্থ সেবা এবং তাদের সর্বোচ্চ ত্যাগের কথা ভুলবে না। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছি”।