ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেরালায় সম্প্রতি ঘটে যাওয়া (Jackfruit Breathalyzer Incident) এক অদ্ভুত ঘটনার জেরে বিস্মিত সবাই। পানডালাম এলাকার কেএসআরটিসি (কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) ডিপোতে এক বাসচালক ব্রেথ অ্যানালাইজার টেস্টে ফেল করেন। কিন্তু তিনি এক ফোঁটাও মদ্যপান করেননি।
শরীরে অ্যালকোহলের উপস্থিতি (Jackfruit Breathalyzer Incident)
ঘটনাটি ঘটেছে শুক্রবার (Jackfruit Breathalyzer Incident) সকালে। জানা গেছে, এক সহকর্মী বাস ডিপোতে নিজের বাড়ি থেকে আনা কাঁঠাল ভাগ করে নেন অন্যান্য চালকদের সঙ্গে। আর কাঁঠাল দেখা মাত্রই খুশি হয়ে একজন চালক গাড়ি চালাবার আগে বেশ কিছুটা কাঁঠাল খেয়ে ফেলেন। এরপর রুটিন ব্রেথ টেস্টে তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মিটার রিডিং ০ থেকে ১০-এ পৌঁছে যায়। তৎক্ষণাৎ চালক দাবি করেন, তিনি মদ্যপান করেননি এবং প্রয়োজনে রক্ত পরীক্ষা করতেও বলেন।
একইভাবে ব্রেথ টেস্টে ফেল (Jackfruit Breathalyzer Incident)
শুধু তিনিই নন, আরও তিনজন চালকও এই একইভাবে ব্রেথ টেস্টে (Jackfruit Breathalyzer Incident) ফেল করেন। তখনই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরীক্ষার নির্ভুলতা যাচাই করতে দায়িত্বপ্রাপ্ত এক অফিসার নিজের ওপর পরীক্ষাটি করেন। প্রথমে তিনি কিছু খাওয়ার আগে টেস্ট করে দেখেন যে রিডিং ০। এরপর তিনিও কাঁঠাল খান এবং ফের পরীক্ষার পর মেশিনের রিডিং বেড়ে যায়। এতে নিশ্চিত হওয়া যায়, কাঁঠালের রাসায়নিক উপাদানই মেশিনে অ্যালকোহলের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছিল।

ভয়াবহ ঘটনা
অন্যদিকে, দিল্লিতে ঘটে গেছে আরও এক ভয়াবহ ঘটনা। দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে এক ব্যক্তি, অডি গাড়ি চালাচ্ছিলেন এবং সন্দেহ করা হচ্ছে যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সেই অবস্থায় ফুটপাতে ঘুমিয়ে থাকা পাঁচজন শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে যান তিনি। ঘটনাটি ঘটেছে রাত প্রায় ১:৪৫ নাগাদ। নিহতরা ছিলেন রাজস্থানের বাসিন্দা, যাঁদের মধ্যে শিশু ও মহিলাও ছিলেন।
আরও পড়ুন: Russian Plane Missing: রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, খোঁজ মিলল ধ্বংসাবশেষের!
একদিকে যেমন কেরালার ঘটনাটি কৌতুকপূর্ণ ও সচেতনতার বার্তা দেয়, অন্যদিকে দিল্লির দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। এই দুই ঘটনা মিলিয়ে দেখা যায়, সচেতনতা ও প্রযুক্তির উপর নির্ভরশীলতা একসঙ্গে থাকলে ভুল বোঝাবুঝি যেমন এড়ানো যায়, তেমনই সঠিক ব্যবস্থার মাধ্যমে দুর্ঘটনাও ঠেকানো সম্ভব।