Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রী মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জারি হল একগুচ্ছ নির্দেশিকা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন ঝিলে পড়ে যান অনামিকা মন্ডল নামে এক ছাত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একগুচ্ছ প্রশ্ন।
সর্বসাধারণের প্রাতঃভ্রমণ ও সান্ধ্যভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ (Jadavpur University)
ছাত্রীর মৃত্যুর পরপরই বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন করে একগুচ্ছ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যাদবপুর ক্যাম্পাসে সর্বসাধারণের প্রাতঃভ্রমণ ও সান্ধ্যভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয়ের জারি করা পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। পরিচয়পত্র না থাকলে, প্রবেশপথে ব্যক্তিগত পরিচয়পত্র ও দেখা করার ব্যক্তির তথ্যসহ যোগাযোগের নম্বর জানাতে হবে এবং তা গেটের রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

বিশ্ববিদ্যালয় চত্বরে নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ (Jadavpur University)
বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরে নেশাজাতীয় দ্রব্য ও অ্যালকোহল নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কোনও পড়ুয়া বা বহিরাগত এই ধরনের পদার্থসহ ধরা পড়লে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : Weather Update: পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি, তবে কি গোটা পুজোই মাটি? জেনে নিন আবহাওয়ার আপডেট
গাড়ি চলাচল নিয়েও কড়াকড়ি
গাড়ি চলাচল নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্যাম্পাসে প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকার লাগানো থাকলে তবেই দু’চাকা ও চার চাকার গাড়ি ঢুকতে পারবে। স্টিকার না থাকলে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালক ও আরোহীর পরিচয় গেটে জানাতে হবে।
আরও পড়ুন : Train Cancel: কাটোয়া লাইনে বাতিল ট্রেন, ৫ দিন টানা দুর্ভোগ!
এর আগে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় চত্বরে মদ ও গাঁজার বিরুদ্ধে নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে বারবার নিয়ম জারি হলেও তা বাস্তবে কার্যকর হয়নি বলে অভিযোগ। কিন্তু এবার ছাত্রীর মৃত্যুর ঘটনায় ফের কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।