ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব়্যাগিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এবারে কড়া সিদ্ধান্ত নিলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University)। যাদবপুরের অ্যান্টি ব়্যাগিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, র্যাগিংয়ে যে সমস্ত ছাত্র-ছাত্রী জড়িত, বিশ্ববিদ্যালয়ে তাঁদের পঠনপাঠন চললেও পরীক্ষার ফলাফলের মার্কশিট তাঁদের দেওয়া হবে না।
হস্টেলের তেতলা থেকে পড়ে রহস্য মৃত্যু ছাত্রের (Jadavpur University)
২০২৩ সালের ১০ আগস্ট যাদবপুরের মেন হস্টেলের তেতলা থেকে পড়ে রহস্য মৃত্যু হয় ছাত্রের(Jadavpur University)। মেন হস্টেলের তেতলা থেকে পড়ে প্রথম বর্ষের নবাগত ছাত্র মৃত্যুর পরে সরাসরি অভিযুক্তদের পুলিশ ধরে। কিন্তু যাদবপুরের র্যাগিং-কাণ্ডের অনেক ব্যক্তিই বিশ্ববিদ্যালয়ে বা হস্টেলে দাপিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নানা ভাবে চেষ্টা করেও সেই ‘দোষীদের’ বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
র্যাগিং-কাণ্ডের অনেক ব্যক্তিই এখনও অধরা (Jadavpur University)
মৃত্যুর এক বছর পরে অ্যান্টি র্যাগিং স্কোয়াড ও অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশের ভিত্তিতে চিহ্নিত ৩২ জন পড়ুয়াকে শো-কজ় করে পাঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শো-কজ়ের চিঠি পাঠানোর পরে ইতিমধ্যে কয়েক জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সাময়িক বহিষ্কার বা কয়েকটি সিমেস্টার সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন যাদবপুর কর্তৃপক্ষ(Jadavpur University)। এই ঘটনার পর পুলিশ অনেককে গ্রেফতার করলেও এখনও অধরা রয়েছে অভিযুক্তদের একাংশ। ১৪ জনের বিরুদ্ধে পকসো আইনের ধারায় পুলিশের মামলা চলছে। তাঁরা এখন জেলে। । ১৫ জনের উপর কোনও পদক্ষেপে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
র্যাগিংয়ে জড়িত ছাত্রের ক্যাম্পাস ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরি
জানা যায়, র্যাগিং-এ জড়িত কিছু ছাত্র ‘ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পেয়ে যাচ্ছেন। অবশেষে এই বিষয়টি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ করেছেন যাদবপুর কর্তৃপক্ষ(Jadavpur University)। সম্প্রতি যাদবপুরের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে র্যাগিং-এ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা কার্যকর করতেই এই নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী সিদ্ধান্ত নেয় অ্যান্টি র্যাগিং কমিটি?
গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে যাদবপুরের অ্যান্টি র্যাগিং কমিটি। যাদবপুরের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে এই বিষয়টি প্রথমে তুলে ধরা হয়। তখনই বাকি সদস্যদের মধ্যে আলোচনা হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, র্যাগিং-এ জড়িতদের পঠনপাঠন চললেও পরীক্ষার ফলাফলের মার্কশিট তাঁদের দেওয়া হবে না। তাতে নতুন চাকরিতে যোগদান সহজ হবে না।
কী আশা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?
মেন হস্টেলে ২০২৩-এর অগস্টের ঘটনাটির পরেও অবশ্য যাদবপুরে হস্টেলে বা অন্যত্র বিক্ষিপ্ত র্যাগিং-এর ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতেও অ্যান্টি র্যাগিং স্কোয়াডের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ বিষয়ে আশা রাখেন, এই সিদ্ধান্ত কার্যকর করা গেলে বেপরোয়া ছাত্র মহলে হয়তো একটা বার্তা দেওয়া সম্ভব হবে। তাদের মধ্যে র্যাগিং করার দুঃসাহস একটু হলেও কমবে। র্যাগিং করার আগে দুবার ভাববে তারা। এবং র্যাগিং এর মতো নোংরা কাজ করতে ভয় পাবে।