ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের (Jadavpur VC) শিক্ষক সংগঠন ও আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। এদিকে, আন্দোলনরত পড়ুয়ারা দাবি জানিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলতে হবে ভারপ্রাপ্ত উপাচার্যকে। এর জন্য বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। ছাত্রদের দেওয়া সময়সীমার মধ্যেই তাঁর রক্তচাপ বেড়ে যাওয়ায় মঙ্গলবার তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অসুস্থ ও চিকিৎসাধীন ভাস্কর গুপ্তকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
‘ওঁর রক্তচাপ ওঠানামা করছে’ (Jadavpur VC)
একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন ভাস্কর (Jadavpur VC)। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা হৃদরোগ বিশেষজ্ঞ, ডা. অরিন্দম বিশ্বাসকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, ‘ওঁর রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। যেহেতু বছর কয়েক আগে একবার ওঁর সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে, তাই আমরা দ্রুত ওঁকে ভর্তি করে নিয়েছি।’
উপাচার্যের পোশাক ছিঁড়ে যায় (Jadavpur VC)
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার ঘটনায় দুই ছাত্র গুরুতর জখম হন। ওই দিনই রাতে আহতদের দেখতে হাসপাতালে যান উপাচার্য (Jadavpur VC)। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। অভিযোগ ওঠে, বিক্ষোভের নামে ফের এক দফা বিশৃঙ্খলা তৈরি হয়। ধস্তাধস্তিতে উপাচার্যের পোশাকও ছিঁড়ে যায় বলে অভিযোগ করা হয়। উপাচার্যের পরিবারের সদস্যদের দাবি, ওই ঘটনার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর।
আরও পড়ুন: Jadavpur University Incident Update: চলল রাতভর অবস্থান, কথা বলতে রাজি উপাচার্য!
‘মানবিক ব্যবহার যেন তাঁর সঙ্গে’
উপাচার্যকে হাসপাতালে দেখতে গেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Jadavpur VC)। তিনি বললেন, তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাঁকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি ওনাকে দেখতে এসেছিলাম। ডাক্তার নিজেই বললেন, কোনওরকম মানসিক চাপ দেওয়া যাবে না। স্ট্রোক হয়ে গিয়েছে। হার্টের অবস্থা ভালো নয়। আমি সবপক্ষকে অনুরোদ করব, উপাচার্যের জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তাঁর সঙ্গে করা হয়।’
‘কী পরিমাণ নৈরাজ্য’
পড়ুয়াদের দাবি নিয়ে ব্রাত্যর মন্তব্য, ‘তাঁদের পরিবারের কেউ এরকম হাসপাতালে ভর্তি থাকলে এরকম মন্তব্য করা যেত? চিকিৎসক যেখানে তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছেন, ICU-র বেড থেকে উঠে গিয়ে তাঁকে যদি মিটিং করতে হয়, সেটা কী পরিমাণ অসহিষ্ণুতা, অমানবিক ব্যাপার, কী পরিমাণ নৈরাজ্য তৈরি হয়ে আছে যাদবপুরের ভিতরে।’
আরও পড়ুন: Mamata Banerjee: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে চলেছেন মমতা, মার্চেই লন্ডন সফর
১০ দিন সম্পূর্ণ বেড রেস্টে
চিকিৎসকরা ১০ দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা বলেছেন। কিন্তু, যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্যের স্ত্রী কেয়া গুপ্ত জানিয়েছেন, তাঁর স্বামীর রক্তচাপ ওঠানামা করছে। বুধবার সকালে স্বামীকে নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে রওনা দেন তিনি। সেখানে ভাস্কর গুপ্তর শারীরিক পরীক্ষার পর হাসপাতালের ভর্তির সুপারিশ করেন চিকিৎসক।