ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এভাবেও ফিরে আসা (Jagaddhatri Upcoming Episode) যায়। দর্শকের মনও জয় করা যায়। তা দেখিয়ে দিয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিক। এখন চলছে টানটান উত্তেজনা। আগামী পর্বে (upcoming episode) কী হতে চলেছে? গল্পে নতুন কোন মোড় দেখা যাবে? দিব্যা সেন রচনা করছে একের পর এক ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের জাল কেটে দুর্গা ( Durga ) কি বেরোতে পারবে? কেনই বা হঠাৎ দিব্যা সেন কালবোসকে ফোন করল?
দুর্গার গলায় জগদ্ধাত্রীর হার (Jagaddhatri Upcoming Episode)
জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা এখনও বেঁচে আছে (Jagaddhatri Upcoming Episode) নাকি বেঁচে নেই? তার ঠিকানার হদিশ জানে না মুখার্জি পরিবার। কৌশিকী দুর্গাকে সবার আড়ালে রাখতে চাইছে। ওদিকে জগদ্ধাত্রীর গলার হার নিয়ে ঝড় বয়ে গিয়েছে মুখার্জি পরিবারের অন্দরে। মেহেন্দি চায় জগদ্ধাত্রীর গয়না পরতে। যদিও কৌশিকী তা করেনি। বরং সেই গয়না পরিয়ে দিয়েছে দুর্গার গলায়। সেটাই দেখতে চলেছেন আগামী পর্বে। ৩ মার্চ এবং ৪ মার্চ ‘জগদ্ধাত্রী’র গল্পে থাকছে নতুন টুইস্ট।
দিব্যা সেনের চক্রান্ত (Jagaddhatri Upcoming Episode)
মায়ের হার গলায় পরে দুর্গা রীতিমত (Jagaddhatri Upcoming Episode) খুশিতে ডগমগ। অনাথ আশ্রমের বন্ধুদের সেই হার দেখিয়ে সবার বাহবা কুড়িয়েছে দুর্গা। অপরদিকে তার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র তৈরি করছে দিব্যা সেন। দিব্যা সেন হঠাৎ করেই কালবোসকে ফোন করে। ফোন করে সে চায় কুড়ি একুশ বছর বয়সী একটি মেয়ে। যে মেয়েকে সে দত্তক নেবে। কিন্তু কেনই বা দিব্যা সেন মেয়ে দত্তক নিতে চাইছে? দুর্গা কি পারবে নিজের বুদ্ধি দিয়ে দিব্যা সেনকে মাত দিতে? সেই গল্পই থাকছে আগামী পর্বে।
আরও পড়ুন: Subhashree Ganguly: সাদা পোশাকে ট্রোল হলেন শুভশ্রী, কড়া জবাবে কী বললেন তিনি?
টিআরপির রেটিংয়ে দুর্দান্ত রেজাল্ট
গত সপ্তাহে বিরাট বদল ঘটে গিয়েছে টিআরপির রেটিং চার্টে। বিগত বেশ কয়েকটা সপ্তাহ ধরে জি বাংলার মেগা ‘পরিণীতা’ টপ করছে। আবার এটাও ঠিক, ‘জগদ্ধাত্রী’ ধীরে ধীরে নিজের পয়েন্ট বাড়াচ্ছে। একটা সময় ‘জগদ্ধাত্রী’ একটানা বেঙ্গল টপার ছিল। তবে কি সেই জায়গাতেই আবার ফিরে আসছে? ‘জগদ্ধাত্রী’ এই মুহূর্তে টিআরপির তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষস্থান আবার দখল কর খুব একটা কঠিন হবে না। এক্ষেত্রে বেশ আশাবাদী এই ধারাবাহিকের অনুরাগীরা। এই মুহূর্তে চলা ‘জগদ্ধাত্রী’ অন্যতম পুরনো একটি ধারাবাহিক। যেখানে অধিকাংশ ধারাবাহিক ছয় মাস, কখনও বা এক বছরের গণ্ডি পেরোনোর আগে থমকে যাচ্ছে, সেখানে ‘জগদ্ধাত্রী’ গল্পের জোর এবং অভিনয়ে দর্শকদের ভালবাসা একই ভাবে ধরে রেখেছে।

দ্বৈত ভূমিকায় অঙ্কিতা মল্লিক
প্রসঙ্গত, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই ধারাবাহিকের প্রথম থেকে তাঁকে দেখা যাচ্ছে দ্বৈত ভূমিকায়। প্রথমে জ্যস স্যান্যাল এবং জগদ্ধাত্রীর ভূমিকায় ছিলেন। এখন তাঁকে অভিনয় করতে হচ্ছে দুর্গা এবং জগদ্ধাত্রীর ভূমিকায়। জগদ্ধাত্রী, জ্যস সান্যাল এবং দুর্গা তিনটি ভূমিকাতেই তিনি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।