ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাকে (Durga ) ধরতে দিব্যা সেনের একের পর এক ষড়যন্ত্র (Jagaddhatri Upcoming Episode)। ঠিক কি হতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকে? তবে কি এবার দিব্যা সেনের ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়বে দুর্গা? সে কি পারবে নিজেকে বাঁচাতে? আগামী পর্বগুলো হতে চলেছে আরও টানটান।
পুরনো রূপে ফিরছে জগদ্ধাত্রী (Jagaddhatri Upcoming Episode)
বর্তমানে জি বাংলার (Zee Bangla ) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Jagaddhatri Upcoming Episode)। সেই ২০২২ এর শেষের দিকে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথ চলা। যেখানে বহু ধারাবাহিকের পথ চলা তিন মাস কিংবা ছ’মাসে গিয়ে থেমে যায়। সেখানে জগদ্ধাত্রী এখনও রমরমিয়ে চলছে। একটা সময় টানা বেঙ্গল টপার হওয়ার রেকর্ড গড়েছিল জগদ্ধাত্রী। শুধু তাই নয়, ধীরে ধীরে সেই জায়গাতেই যেন ফিরে আসছে জগদ্ধাত্রী। কারণ সাম্প্রতিক টিআরপির লিস্টে বেশ ভালোই ফল করছে অঙ্কিতা মল্লিক অভিনীত এই ধারাবাহিক। বর্তমানে রয়েছে তিন নম্বর স্থানে। টিআরপি রেটিং বেশ ভালো। তবে গল্পে এসেছে নতুন মোড়। এখন পর্দায় একের পর এক ঝড় তুলছে জগদ্ধাত্রী নয়, তার মেয়ে দুর্গা। দুর্গার ভূমিকাতে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
চিন্তায় কৌশিকি (Jagaddhatri Upcoming Episode)
মুখার্জি পরিবারের মধ্যে থেকে কৌশিকি সবসময় চাইছে, যাতে দুর্গা কিংবা জগদ্ধাত্রীর গায়ে বিন্দুমাত্র আঁচ না লাগে (Jagaddhatri Upcoming Episode)। তবে এবার দিব্যা সেনের একটা ফোনে কৌশিকি বেশ চিন্তায় পড়ে গেছে। সেটা হল, ধরা পড়ে যাওয়ার ভয়। শুধু তাই নয়, কৌশিকির চোখে মুখেও সেই ভয় স্পষ্ট। যদিও দুর্গা তাকে আশ্বাস দিয়েছে, সে সব সামলে নেবে।

আরও পড়ুন: Borbaad: ইধিকার জন্য রণমূর্তিতে শাকিব, পরিস্থিতি সামলাচ্ছেন যিশু! কী হতে চলেছে?
সুকান্তকে কিডন্যাপ
ধারাবাহিকের অন্যতম খল চরিত্র দিব্যা সেন। কৌশিকির সঙ্গে তার শত্রুতা তো আছেই, পাশাপাশি জগদ্ধাত্রীর সাথেও তার কম শত্রুতা নেই। তাছাড়া মুখার্জি পরিবারের অন্দরেই রয়েছে জগদ্ধাত্রীর একগুচ্ছ শত্রু। কৌশিকি তাদের থেকে জগদ্ধাত্রীকে সবসময় বাঁচানোর চেষ্টা করছে। অপরদিকে দুর্গা চাইছে, তার মায়ের উপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে। দোলের দিন মুখার্জি পরিবারে গিয়েছিল দুর্গা। তবে দুর্গা গিয়েছিল কিনা সে কথা এখনও দিব্যা সেন জানতে পারেনি । আন্দাজ করতে পেরেছে। তাই কিডন্যাপ করেছে সুকান্তকে। এ কাজে দিব্যাকে সাহায্য করেছে উৎসব।

আরও পড়ুন: Subhashree-Mimi: টলিপাড়ায় বদলের হাওয়া, নতুন সম্পর্কের সমীকরণে মিমি-শুভশ্রী-দেব!
অনাথ আশ্রমের উপর হামলা
আগামী পর্বগুলোতে দেখতে পাবেন, অনাথ আশ্রমের উপর হামলা চালাবে দিব্যা সেনের গুন্ডারা। দিব্যা সেন আসল সত্যি জানতে রীতিমত পাগলের মতো হয়ে আছে। মাথায় বন্দুক ঠেকিয়ে আসল সত্যি উদ্ধারের চেষ্টা করছে। অপরদিকে গুন্ডাদের শায়েস্তা করতে ঘটনাস্থলেই চলে আসে দুর্গা। তার অ্যাকশনে রীতিমত ধরাশায়ী গুন্ডারা। এই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় প্রতিদিন সন্ধে সাতটায়।