Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জগদ্ধাত্রীতে (Jagaddhatri) এখন টানটান পর্ব। বাবা স্বয়ম্ভুর সঙ্গে দুর্গার দেখা হয়েছে (Jagaddhatri Upcoming Episode)। স্বয়ম্ভুর ভূমিকায় রয়েছেন সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। দুর্গার ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। এখন দুর্গার একটাই লক্ষ্য, তার মায়ের ওপর যারা অত্যাচার করেছে, যাদের কারণে তার মায়ের এই অবস্থা, তাদেরকে খুঁজে বের করা । দুর্গা কী পারবে? কী হতে চলেছে আগামী পর্বে?
টিআরপির শীর্ষে (Jagaddhatri Upcoming Episode)
জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘ জগদ্ধাত্রী’ (Jagaddhatri Upcoming Episode)। বিগত কয়েক বছর ধরে দর্শকদের মন জয় করে চলেছে। প্রতিটা পর্বেই টানটান উত্তেজনার অনুভব থাকে। ধারাবাহিকটির গল্প ও অঙ্কিতা মল্লিকের অভিনয় দর্শকদের মনে বড় জায়গা করে নিয়েছে। শুধুমাত্র অঙ্কিতা মল্লিকই (Ankita Mallick) নন , পাশাপাশি রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty), সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee), ঋতুরাই আচার্য (Ritu Rai Acharya), প্রিয়া পালের (Priya Paul ) অভিনয়ও কোনও অংশে কম নয়।
একই অঙ্গে দুই রূপ (Jagaddhatri Upcoming Episode)
এই ধারাবাহিকটিতে অঙ্কিতা মল্লিক ওরফে জগদ্ধাত্রীকে এক অন্য রূপে দেখতে পাওয়া যাচ্ছে (Jagaddhatri Upcoming Episode)। তাঁর এক হাতে খুন্তি, অন্য হাতে বন্দুক। দুই দিক দিয়েই সে সমান পারদর্শী। একদিকে যেমন সংসার সামলাতে ব্যস্ত, অপর দিকে বন্দুক হাতে দুষ্টের দমন করতেও সমান তালে পারদর্শী। আর এই পয়েন্টের জোরেই ধারাবাহিকটি দর্শকের মনের খুব কাছাকাছি পৌঁছেছে।

আরও পড়ুন: Operation Sindoor: সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভাঙল ভারত, দিওয়ালির শুভেচ্ছা তারকাদের! কে কী বললেন?
টানটান উত্তেজনা
জগদ্ধাত্রী ধারাবাহিকে আগামী পর্বের দেখতে পাবেন, দুর্গা জগদ্ধাত্রীর অপারেশন থিয়েটারে থাকা এক মহিলার সন্ধান পাবে। এদিকে স্বয়ম্ভুও পৌঁছাবে তার টিমকে নিয়ে। কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুর্গা কি পারবে দিব্যা সেনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? অন্যদিকে কাঁকনের দ্বিরাগমনের অনুষ্ঠান । সেখানে বৈদেহী আর দুর্গা আবারও কি কোনও ঝামেলা বাঁধাতে চলেছে? উত্তর থাকছে আগামী পর্বে।

আরও পড়ুন: Aparajita-Priyanka: অপরাজিতার মেয়ে প্রিয়াঙ্কা! বড় বার্তা মিউজিক ভিডিওতে
দুর্ধর্ষ অভিনয়
বিগত বেশ কয়েক বছর ধরে টিআরপির সেরাটা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। এমনটা কিন্তু খুব কম ধারাবাহিকই পারে। এক টানা ৪২ বার বেঙ্গল টপার হওয়া একেবারেই মুখের কথা নয়। মূলত জগদ্ধাত্রীর ইউএসপি গল্প থেকে শুরু করে অঙ্কিতা মল্লিকের দুর্ধর্ষ অভিনয় । একটা ধারাবাহিকে অঙ্কিতা তিনটি চরিত্রে অভিনয় করছেন। সেটা সচরাচর দেখা যায় না । কখনও তিনি জ্যাস স্যানাল, কখনও জগদ্ধাত্রী, তো কখনও দুর্গা। সব মিলিয়ে বলা যায়,অঙ্কিতা মল্লিকের(Ankita Mallick)অভিনয় দর্শকদের মনে অনেকটা জায়গা করে রয়েছে। জগদ্ধাত্রী জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় প্রতিদিন ঠিক সন্ধে সাতটায়।