ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দু’টি আলাদা অনুষ্ঠান, দু’টি আলাদা রাজনৈতিক মুখ। একটিতে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, অন্যটিতে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’টি মঞ্চেই যিনি ছিলেন মধ্যমণি, তিনি বজবজের ব্যবসায়ী ও শিক্ষা-স্বাস্থ্য উদ্যোক্তা জগন্নাথ গুপ্ত (Jagannath Gupta)।
শুক্রবার ছিলেন হলদিয়ায়, প্রাক্তন সিপিএম সাংসদ তথা অধুনা কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠের শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণে। শনিবার যাচ্ছেন উত্তর ২৪ পরগনার সোদপুরে, যেখানে উদ্বোধন হবে তাঁর নতুন প্রকল্প — ‘জগন্নাথ গুপ্ত মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল’-এর প্রথম ধাপ। উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: IC Mrinal Sinha: রাস্তায় ভিক্ষা করেই কাটছিল দিন, বৃদ্ধার চোখের দৃষ্টিশক্তি ফেরালেন পুলিশ আধিকারিক
তিনি জগন্নাথ গুপ্ত (Jagannath Gupta)। বয়স বাহাত্তর। জন্মসূত্রে উত্তর ভারতীয়, কিন্তু গত পাঁচ দশকের বেশি সময় ধরে দক্ষিণ ২৪ পরগনার বজবজে বসবাস করছেন। স্থানীয়দের কাছে পরিচিত এক কর্মঠ ব্যবসায়ী রূপে, যিনি একসময় যুক্ত ছিলেন তেল পরিশোধনের ব্যবসার সঙ্গে — ‘কাটা তেল’ নামে যাকে সকলে চিনত। তবে তাঁর ভাষায়, “আমি করতাম অয়েল রিফাইনিং।”
ব্যবসা থেকে শিক্ষা, সেখান থেকে স্বাস্থ্য (Jagannath Gupta)
২০০৮ সালে জগন্নাথ গড়ে তোলেন ‘বজবজ ইঞ্জিনিয়ারিং কলেজ অফ টেকনোলজি’। তার ঠিক এক দশক পর, ২০১৮ সালে চালু করেন ‘জগন্নাথ গুপ্ত মেডিক্যাল কলেজ’। এবার তাঁর উদ্যোগে সোদপুরে গড়ে উঠছে অত্যাধুনিক মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। সম্পূর্ণ নির্মাণ শেষ হলে এখানে থাকছে ১২০০ শয্যা।

রাজনীতির মেলবন্ধনে জগন্নাথ (Jagannath Gupta)
হলদিয়ায় একদা সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের পাশে যেমন তিনি থাকেন, তেমনই সোদপুরের মঞ্চে পাশে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক। রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারের শীর্ষ স্তরের কেউ উদ্বোধনে না থাকলেও, জগন্নাথ বলছেন, “যাঁকে পাব, তাঁকেই তো ডাকব! আমি ডাকলেই যে সকলে আসবেন, তার তো কোনও মানে নেই!”
আরও পড়ুন: Bagula Suicide Case: বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার, খবর পেয়ে ‘আত্মঘাতী’ প্রেমিক
পরিবারনির্ভর সাম্রাজ্য (Jagannath Gupta)
জগন্নাথের পরিবারও তাঁর উদ্যোগে সমানভাবে যুক্ত। পাঁচ সন্তানের মধ্যে তিন কন্যা, দুই পুত্র। এক কন্যার নামে বজবজে রয়েছে ‘আরতি নার্সিংহোম’, যার দেখভাল করেন জামাই। বড় ছেলে সামলান ইঞ্জিনিয়ারিং কলেজ। ছোট ছেলে চিকিৎসক, থাকেন লন্ডন-কলকাতা মিশিয়ে। তিনিই জড়িত সোদপুরের নতুন হাসপাতালের সঙ্গে।
প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়, এখনও কর্মচঞ্চল (Jagannath Gupta)
একসময় চুটিয়ে ব্যাডমিন্টন খেললেও এখন সেই সময় নেই। ব্যবসার চাপে খেলাধুলো দেখা কিংবা বিশ্রামের সুযোগ খুব একটা পান না তিনি। সরাসরি তাঁর সঙ্গে ফোনে যোগাযোগও কঠিন। আগে কথা বলতে হয় ম্যানেজারের সঙ্গে, তারপর মালিকের অনুমতি মিললে তবেই জগন্নাথ ফোনে আসেন।
আরও পড়ুন: Howrah Incident: কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জ! হাওড়ায় SFI মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
‘গুপ্ত’ নন, তিনি এখন সর্বত্রই উপস্থিত (Jagannath Gupta)
একদিকে রাজনৈতিক সংযোগ, অন্যদিকে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প, সঙ্গে নিজের নামে গড়ে ওঠা প্রতিষ্ঠান — সব মিলিয়ে এখন শাসক দলের অন্দরে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জগন্নাথ গুপ্ত। এবং কেবল তৃণমূলেই নয়, সেই কৌতূহল পৌঁছেছে গেরুয়া শিবিরেও।
তাঁর কথাতেই স্পষ্ট — ‘‘এডুকেশনটা করতে করতে মনে হল হেল্থটাও করা উচিত।’’ সেই ভাবনাই এবার রূপ নিচ্ছে বাস্তবে।