ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার (Jagannath Mandir Digha) অবসান ঘটছে। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হতে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দির।
গঠিত হবে ট্রাস্ট কমিটি (Jagannath Mandir Digha)
মন্দির চত্বরে ২৯ এপ্রিল থেকে শুরু হবে যজ্ঞের (Jagannath Mandir Digha) আয়োজন। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাবেন রাজ্যের মুখ্যসচিব। ট্রাস্ট কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির এবং রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিরাও থাকবেন।
স্পষ্টবাদী মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী পরশু ট্রাস্টি বোর্ডের বৈঠকে মন্দিরের উদ্বোধন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। জগন্নাথ ধামের জমি ও বাড়ি হিডকোর হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং বাকি সিদ্ধান্ত ট্রাস্ট নেবে। তিনি বলেন, “আমি হাইড তুলতে চাই না। আমার সাধ্যমতো কাজ করব।”
আরও পড়ুন: Doctors’ Salary: মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, জুনিয়র ডাক্তারদের বাড়ছে বেতন!
কুম্ভ মেলাকে কটাক্ষ
এদিন তিনি কুম্ভ মেলার প্রসঙ্গও টানেন। গঙ্গাসাগর মেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, “শুধু স্নান করতে গিয়েই নয়, কুম্ভ মেলাকে কেন্দ্র করে রেল দুর্ঘটনায়ও বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সরকারের উচিত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া।” দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে উৎসাহিত স্থানীয় বাসিন্দা ও ভক্তরা।
