ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী অক্ষয় তৃতীয়ার দিন দিঘা (Digha Sanatani Sammelan) স্টেশন সংলগ্ন এলাকায় শুভ দ্বার উদঘাটন হবে বহু প্রতীক্ষিত ‘জগন্নাথ ধামের’। ঠিক তার থেকে ৩৫ কিলোমিটার দূরে অধিকারীদের খাস তালুক কাঁথি শহরের ১৮ নম্বর ওয়ার্ড লাগোয়া রেল স্টেশন ময়দানে হতে চলেছে পাঁচ হাজার সাধু সহ লক্ষ মানুষ নিয়ে সনাতনী সম্মেলন। অক্ষয় তৃতীয়ার দিন মেগা ইভেন্ট পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায়। অক্ষয় তৃতীয়ায় দিঘায় মমতার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই দক্ষিণ কাঁথিতে সনাতনী সম্মেলনের প্রস্তুতি শুভেন্দুর।
আয়োজনের প্রস্তুতি শুরু জোরকদমে (Digha Sanatani Sammelan)
রাজ্য সরকার যেমন দিঘায় মন্দির উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে, তেমনই দক্ষিণ কাঁথিতে এই সনাতনী সম্মেলনের (Digha Sanatani Sammelan) আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে জোরকদমে। সরাসরি এই কর্মসূচির সঙ্গে বিরোধী দল বিজেপির যোগাযোগ না থাকলেও আয়োজনের যাবতীয় দায়িত্বে রয়েছে বিরোধী দলনেতার দফতর। অক্ষয় তৃতীয়ার দিন, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে পূর্ব মেদিনীপুর জেলার অন্য প্রান্তে সনাতনী সম্মেলনের আয়োজন করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা (Digha Sanatani Sammelan)
মুখ্যমন্ত্রী মমতা ২০১৮ সালে দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা করেছিলেন । ওই প্রকল্পের নির্মাণ শুরু হয়েছিল ২০২২ সালের অক্ষয় তৃতীয়ায় (Digha Sanatani Sammelan)। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন।
সনাতনী সমাবেশের ডাক
৩০ এপ্রিল কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দিয়েছে সনাতন সংস্কার সমিতি । জানা গিয়েছে সভার জন্যে মহকুমা প্রশাসনের কাছে সভার অনুমতি চেয়ে আবেদন করেছে আয়োজকরা। আয়োজক সনাতনী সংস্কার উন্নয়নী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশ উপলক্ষে হোমযজ্ঞ পুজাপাঠের আয়োজন করা হয়েছে। গেরুয়া শিবির সূত্রে খবর সমাবেশে দিন থাকতে পারেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, যোগ গুরু রামদেব, পুরীর দয়িতাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও পাঁচ হাজার সাধু সন্ত।
বিধানসভার বাইরে পাল্টা কর্মসূচি
বিধানসভার বাইরে বিরোধী দলনেতা বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভার বাইরে পাল্টা কর্মসূচি পালন করেছেন। এক বিজেপি বিধায়কের কথায়, ‘‘মুখ্যমন্ত্রীকে খোলা ময়দান দিতে চান না শুভেন্দুদা। তাই যে দিনই মুখ্যমন্ত্রী বড় কর্মসূচি করে নিজের কথা বলেন, সে দিনই পাল্টা বক্তব্য পেশ করে রাজ্য সরকারকে আক্রমণ শানাচ্ছেন তিনি। সে পথেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন একই জেলায় সনাতনী সম্মেলন ডেকেছেন তিনি।’’