Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রথম দিনের খেলা শেষে, জয়সওয়াল (Jaiswal Defend Shubman Gill) শুভমান গিলের প্রশংসা করে বলেন, নবনিযুক্ত অধিনায়ক তার চিন্তাভাবনা সম্পর্কে স্পষ্ট এবং দল আত্মবিশ্বাসী।
শুবমান গিলের ব্যাটিং ও নেতৃত্বে মুগ্ধ জশস্বী (Jaiswal Defend Shubman Gill)
ভারতের তরুণ ওপেনার জশস্বী জয়সওয়াল (Jaiswal Defend Shubman Gill) এজবাস্টন টেস্টের প্রথম দিনের খেলা শেষে শুবমান গিলের ব্যাটিং ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা নড়বড়ে হলেও ভারত দিন শেষে ম্যাচে নিয়ন্ত্রণ ফেরায়। নেতৃত্বে সামনে থেকে দৃষ্টান্ত স্থাপন করেন শুবমান গিল। তিনি টানা দ্বিতীয় টেস্টে শতরান করে অপরাজিত থাকেন ১১৪ রানে।
জয়সওয়ালও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর ৮৭ রানের ইনিংস ভারতের ইনিংসের ভিত গড়ে তোলে। গিল ও জয়সওয়ালের মধ্যে তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি ভারতের ইনিংসকে স্থিতিশীল করে, কারণ কেএল রাহুল ও করুণ নাইয়ার বড় রান করতে ব্যর্থ হন।
“শুবমান অসাধারণ,” বললেন জয়সওয়াল (Jaiswal Defend Shubman Gill)
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জয়সওয়াল (Jaiswal Defend Shubman Gill) বলেন, “আমি মনে করি, শুবমান যেভাবে ব্যাট করছে, সেটা অসাধারণ। ওকে ব্যাট করতে দেখা দারুণ ব্যাপার। অধিনায়ক হিসেবেও সে দারুণ কাজ করছে। ওর মাথায় খুব পরিষ্কার ধারণা আছে, কী করতে হবে দলের জন্য, এবং আমরা জানি আমাদের কী করতে হবে। তাই আমরা সেরা চেষ্টাটাই করছি।”
আরও পড়ুন: Diogo Jota: স্পেনে সড়ক দুর্ঘটনায় পর্তুগালের ফরোয়ার্ড দিয়োগো জোটা ও তাঁর ভাইয়ের মৃত্যু
বুমরাহকে বিশ্রাম নিয়ে বিতর্ক
দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়। পেসার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয় পূর্বনির্ধারিত workload management নীতির অংশ হিসেবে। এই সিরিজে তাঁকে তিনটি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। বুমরাহ ছাড়াও শার্দুল ঠাকুর ও সাই সুদর্শনকেও বাদ দেওয়া হয়। তবে প্রথম টেস্টে হেরে পিছিয়ে থাকার পরেও বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকারের মতো প্রাক্তনরা। তাঁদের মতে, দুই টেস্টের মাঝে যথেষ্ট বিশ্রামের সুযোগ ছিল, তাই এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে জশস্বী জয়সওয়াল স্পষ্টভাবে জানান, “না, এখানে কোনও বিভ্রান্তি নেই।”
শতরান হাতছাড়া হওয়ায় হতাশ, তবু ইতিবাচক জয়সওয়াল
জয়সওয়াল জানিয়েছেন, সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ হলেও তিনি খেলাটা উপভোগ করতে চান এবং চ্যালেঞ্জের মুখে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়, তা নিয়েই ভাবছেন। তিনি বলেন, “এইভাবে আউট হওয়াটা হতাশাজনক, তবে এটা খেলারই অংশ। আমি খেলাটা উপভোগ করতে চাই। যখন কোনো পরিস্থিতিতে চ্যালেঞ্জ আসে, তখন কী করলে ভালো হয়, সেই সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করি। সবসময়ই মাথায় একটা পরিকল্পনা থাকে।” দ্বিতীয় টেস্টে ভারতের এই লড়াকু মানসিকতা সিরিজে সমতা ফেরানোর পথে আশার আলো দেখাচ্ছে।