ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বছরে শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন রুবেল ও শ্বেতা (Rubel-Sweta)। দুজনেই টলিপাড়ায় (Tollywood) জনপ্রিয় মুখ। দুটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তাঁরা (Jamai Sasthi)। রুবেলকে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে নায়ক শাক্যজিতের ভূমিকায়। অপরদিকে শ্বেতা রয়েছেন ‘কোন গোপনে মন ভেসেছে ‘ ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে। মুখ্য চরিত্রে রয়েছেন মানে, কাজের চাপ প্রচুর। ১০ থেকে ১২ ঘন্টা শুটিংয়ের একটা চাপ থাকে। শোনা গিয়েছিল, বিয়ের পর তাঁরা হানিমুন যেতে পারেননি। তবে এবছর জামাইষষ্ঠীতে (Jamai Sasthi) তাঁরা কী করতে চলেছেন? জামাই ষষ্ঠী মানে নতুন দম্পতিদের কাছে একটা বিশেষ দিন। রুবেলের জন্য শাশুড়ি অর্থাৎ শ্বেতার মা কী কী আয়োজন করেছেন? এ বিষয়ে রুবেল শ্বেতা কী জানালেন ট্রাইব টিভিকে?
প্রথম জামাই ষষ্ঠী (Jamai Sasthi)
বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী (Jamai Sasthi)। এবারের জামাইষষ্ঠী রবিবার পড়ায় খুশি নতুন তারকা দম্পতি। বিয়ের আগে আন অফিসিয়ালি খেয়েছেন । তবে বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠী খাবেন। তা নিয়ে ভীষণ এক্সাইটেড অভিনেতা রুবেল (Rubel Das)।
রুবেলের অজান্তে প্রস্তুতি (Jamai Sasthi)
জামাইষষ্ঠীতে কী কী রীতিনীতি আছে (Jamai Sasthi)? শাশুড়ি মা কী কী রান্না করবেন? তা নিয়ে যথেষ্ট কৌতুহল রয়েছে অভিনেতার মনে। হয়ত শাশুড়ি মা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। তবে সবটাই রুবেলের অজান্তে।
আরও পড়ুন: Danob: নারকীয় অত্যাচার, মর্গে মৃতদেহ ঘিরে জঘন্য ঘটনা, মানুষ কী হচ্ছে দানব?
জামাইষষ্ঠী মানে ভুরিভোজ
জামাইষষ্ঠী মানে আনন্দ, মজা সাথে ভুরিভোজ। যে অনুষ্ঠানে বাঙালিয়ানার ছোঁয়া থাকে সর্বত্র। বাড়ির জামাইকে নিয়ে চলে বিশেষ অনুষ্ঠান। এই তারকা দম্পতির কাছে এই বছর প্রথম জামাইষষ্ঠী। তাই তাঁদের কাছে এই দিনটি বিশেষ হয়ে উঠতে চলেছে। শ্বেতার (Sweta Bhattachaya) মা জামাই রুবেলের (Rubel Das) জন্য রেখেছেন বড় সারপ্রাইজ। অন্যদিকে রুবেলও শাশুড়ি মায়ের জন্য সারপ্রাইজ রেখেছেন। তবে সবটাই গোপনে রাখতে চান দম্পতি।
আরও পড়ুন: Nondini Chatterjee: ইন্ডাস্ট্রিতে নেই গডফাদার, বড় দুর্ঘটনার শিকার নন্দিনী! কেমন আছেন?
সবটাই সিক্রেট!
জামাই ষষ্ঠীর দিন তারকা দম্পতি কী করতে চলেছেন? জামাই রুবেলের জন্য কী কী সারপ্রাইজ রেখেছেন শ্বেতার মা? এ বিষয়ে মা ও মেয়ের ফোনে কথোপকথন হয়েছে। তা এখনই বলতে চান না অভিনেত্রী। তবে দুজনেই ভীষণ খুশি, বিশেষ দিনটি রবিবার পড়েছে বলে। রবিবার ছুটি থাকার জন্য তাঁরা পরিবারের সাথে আনন্দ করে কাটাতে পারবেন। তাই এ বছর জামাইষষ্ঠী তারকা দম্পতির কাছে বেশ স্পেশাল। প্রসঙ্গত, ২০২৫ এর শুরুতেই ভালোবেসে গাঁটছড়া বেঁধেছেন রুবেল এবং শ্বেতা। বিয়ের আগে বেশ কয়েক বছর প্রেমের সম্পর্ক ছিল। যমুনা ঢাকি ধারাবাহিকের সেট থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। একসাথে সারা জীবন থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই জনপ্রিয় জুটি।