ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক মাসের মাথায় কাশ্মীর উপত্যকায় পর্যটন ও জনমনে আস্থা ফেরাতে অভিনব উদ্যোগ নিল রাজ্য প্রশাসন (Jammu and Kashmir cabinet meeting)। শ্রীনগরের বদলে পহেলগাঁওতেই অনুষ্ঠিত হল জম্মু ও কাশ্মীরের মন্ত্রিসভার বৈঠক, যার নেতৃত্বে ছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনিক প্রধান ওমর আবদুল্লাহ।
সন্ত্রাসের ছায়া সরিয়ে স্বাভাবিকতায় ফেরার বার্তা (Jammu and Kashmir cabinet meeting)
গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের, যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। তার পর থেকেই কাশ্মীরের পর্যটন খাতে নেমে আসে বিপর্যয় (Jammu and Kashmir cabinet meeting)। পাহাড়ি রিসর্ট শহরগুলিতে বুকিং বাতিলের হিড়িক, যা স্থানীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলে। এই আবহেই মঙ্গলবার পহেলগাঁওয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের আয়োজন। উপস্থিত ছিলেন পুলিশ ও নিরাপত্তা আধিকারিকরাও। মুখ্যসচিব অটল ডুল্লু বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত একটি বিশদ রিপোর্ট উপস্থাপন করেন।
পর্যটনের আস্থা ফেরাতে প্রশাসনের সচেতন প্রয়াস (Jammu and Kashmir cabinet meeting)
বৈঠকের পরে ওমর বলেন, “পহেলগাঁওকে এক ভয়াবহ হামলার পরেও আমরা ছেড়ে দিতে পারি না। এখানে আমাদের উপস্থিতিই প্রমাণ করে, কাশ্মীর স্বাভাবিক হচ্ছে। আমরা যদি না যাই, তাহলে কে যাবে?” তিনি আরও জানান, স্থানীয় ব্যবসায়ী, হোটেল মালিক ও গাইডদের সঙ্গে প্রশাসনের একাধিক স্তরের আলোচনাও হয়েছে। সবাই একসঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার সংকল্প নিয়েছেন।

বুধবার গুলমার্গে পরবর্তী বৈঠক (Jammu and Kashmir cabinet meeting)
শুধু দক্ষিণ কাশ্মীর নয়, বুধবার মন্ত্রিসভার আরও এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে উত্তর কাশ্মীরের গুলমার্গে, যেখানে উপস্থিত থাকবেন কাশ্মীরের আইজি ভিকে বিড়দি। সূত্রের খবর, গুলমার্গেও স্থানীয় পর্যটন হোস্টেল, কেবল কার অপারেটর ও স্কি প্রশিক্ষকদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন:Bomb Explosion : অমৃতসরে বোমা বিস্ফোরণ! খলিস্তানপন্থী যুবক নিহত, বড় ষড়যন্ত্রের সন্দেহ তদন্তকারীদের
‘কাশ্মীরে সংসদীয় বৈঠক হোক’ (Jammu and Kashmir cabinet meeting)
সম্প্রতি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও দেখা করেন ওমর। পহেলগাঁও কাণ্ডের পর মানুষের মন থেকে ভয় দূর করতে প্রধানমন্ত্রীকে কাশ্মীরে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের অনুরোধ জানান তিনি। “কাশ্মীরকে বাদ দিলে তা আরও বিচ্ছিন্ন হবে (Jammu and Kashmir cabinet meeting)। বরং এখানে সরকারি উপস্থিতিই ভয় কাটাবে,” — বলেন তিনি।কাশ্মীর এখন শুধু সন্ত্রাস নয়, স্বাভাবিকতার পথে ফেরার লড়াইয়ের প্রেক্ষাপট। পহেলগাঁও এবং গুলমার্গে মন্ত্রিসভার বৈঠক করে প্রশাসন একদিকে যেমন নিরাপত্তা নিয়ে তৎপরতা দেখাল, তেমনই পর্যটনের আস্থা ফিরিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার বার্তাও দিল। সামনে রয়েছে গ্রীষ্মকালীন পর্যটনের মরশুম—সরকার চাইছে, সেই সময়ের আগেই আস্থা এবং নিরাপত্তা—দু’টিকেই ফিরিয়ে আনতে।