ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir Encounter) কুপওয়ারায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। কর্তব্যরত সেনাদের লক্ষ্য করে গুলি চলল কাশ্মীরে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন জঙ্গিরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। ওই ঘটনায় এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিন জাচালদারার ক্রুমহুরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করতেই শুরু হয় গুলির লড়াই। সোমবার সকাল থেকেই ফের গুলির লড়াইয়ে অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা।
গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান (Jammu And Kashmir Encounter)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনার কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল, জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir Encounter) উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছেন দুই জঙ্গি। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই।
একের পর এক জঙ্গি হামলার ঘটনা (Jammu And Kashmir Encounter)
গত কয়েক মাস ধরেই জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir Encounter) একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সেই আবহেই বিধানসভা নির্বাচনও হয় উপত্যকায়। কখনও সেনার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলে, আবার কখনও গ্রামে প্রবেশ করে বাড়িতে বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। তবে বার বার জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার।
আরও পড়ুন: India-Australia Defence Policy Talks: নয়াদিল্লিতে হল ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা নীতি আলোচনা
বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা
সোমবার সকালে কাশ্মীর পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘হান্দওয়ারার ক্রুমহুরা-জাচালদারা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। শীঘ্রই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।’’ গত কয়েকমাস ধরেই একের পর এক জঙ্গি হানায় অশান্ত হয়ে উঠেছে উপত্যকা। সে কারণেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। সোমবারও গোপন সূত্রে খবর মিলতেই তল্লাশি চালাতেই শুরু হয়েছে গুলির লড়াই।
উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার
জম্মু ও কাশ্মীরে ভোটের আগে থেকে বেড়েছে জঙ্গি হামলা। একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। গুলির শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকাগুলি। সেই আবহেই বিধানসভা নির্বাচনও হয়েছে কাশ্মীরে। এর পরেির সাম্প্রতিক সময়ে হামলা হয়েছে সেনার গাড়িতে, নিরীহ গ্রামবাসীর উপরেও প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকারের পাশাপাশি কেন্দ্রও। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে কেন্দ্রীয় সরকার।